সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দেবরের গো পনাঙ্গ কেটে নিয়েছেন ভাবি। গুরুতর আহত দেবর আকরাম হোসেনকে (২০) বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার (২৭ জুন) গভীর রাতে উপজেলার কয়ড়া ইউনিয়নের রতনদিয়ার এলাকায় এ ঘটনা ঘটে।
আহত আকরাম হোসেন ওই গ্রামের আব্দুল কাদেরের ছেলে। অভিযুক্ত ভাবি মমতা খাতুন তার বড় ভাই নবীর হোসেনের স্ত্রী। এর আগেও তিনি প্রতিবেশী এক যুবকের গো পনাঙ্গ কেটেছিলেন বলে অভিযোগ রয়েছে।
আহত আকরাম হোসেনের বাবা আব্দুল কাদের বলেন, ‘মোবাইল সারানোর কথা বলে রবিবার রাতে আকরামকে ঘরে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে তার গো পনাঙ্গ কেটে ফেলে মমতা। এতে গুরুতর আহত হয় আকরাম। তাকে উদ্ধার করে রাতেই উল্লাপাড়া উপজেলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে সোমবার ভোরে বগুড়া জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়’। তিনি আরো বলেন, ‘এর আগে গত ২৭ মার্চ প্রতিবেশী হায়দার আলীর ছেলে নোমানের গো পনাঙ্গ কর্তন করেছিল মমতা’।
উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার দাস বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে ভুক্তভোগী হাসপাতালে ভর্তি থাকার কারণে ঘটনার সঠিক কারণ বলা যাচ্ছে না। তবে এর আগেও মমতা খাতুন অন্য একজনের গো পনাঙ্গ কর্তন করেছিল বলে জেনেছি। এ বিষয়ে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।