
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরানের নয়া পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, প্রথমেই প্রতিবেশীসহ এশিয়া মহাদেশের দেশগুলো তার কাছে বেশি গুরুত্ব পাবে। এসব দেশ নিয়েই তিনি কাজ শুরু করবেন। খবর পার্সটুডে’র।
সংসদে আস্থাভোটে মন্ত্রী হিসেবে অনুমোদন লাভের পরপরই গতরাতে তিনি এক টুইটে তিনি এ মন্তব্য করেছেন।
হোসেইন আমির আব্দুল্লাহিয়ান আরও বলেছেন, সংসদ সদস্যরা পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তার ওপর আস্থা রাখায় তিনি গর্বিত। তিনি সুচারুভাবে নিজের দায়িত্ব পালন করারও প্রতিশ্রুতি দেন।
ইরানের নতুন পররাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি সম্মান, প্রজ্ঞা ও কল্যাণের ভিত্তিতে ভারসাম্যপূর্ণ, গতিশীল ও স্মার্ট নীতি অনুসরণ করবেন।
জাতীয় সংসদে আস্থাভোটে বিজয়ের মধ্যদিয়ে গতকাল থেকে আনুষ্ঠানিকভাবে পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন হোসেইন আব্দুল্লাহিয়ান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।