জুমবাংলা ডেস্ক : শরীয়তপুরের ভেদরগঞ্জে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা ও আলোচনা সভা করায় রিয়াদ ওরফে রাব্বি পাইক ও নাদিম খান নামে দুই ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে সখিপুর থানা পুলিশ।
রোববার(৫ জানুয়ারি) গভীর রাতে সখিপুর থানার চরভাগা ইউনিয়নের মালত কান্দি এলাকার নিজ বাড়ি থেকে দুজনকেই গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃত রাব্বি পাইক চরভাগা মালত কান্দি গ্রামের বাসিন্দা মাসুদ পাইকের ছেলে। তারা দুজনেই একই এলাকার বাসিন্দা। রাব্বি চরভাগা সরকারি বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি প্রার্থী ছিলেন।
সখিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়েদুল হক বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে আদলতে প্রেরণ করা হবে।
শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ট্রাইব্যুনালের
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।