প্রতি পাঁচজনে একজন ‘অ্যাভাটার টু’ দেখেছে যে দেশে
বিনোদন ডেস্ক: বিশ্বব্যাপী ২০০ কোটি ডলার আয় করে একাধিক রেকর্ড এখন ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’-এর ঝুলিতে। আন্তর্জাতিক স্তরেও গড়েছে বেশকিছু মাইলফলক। আজ বৃহস্পতিবারের (২৬ জানুয়ারি) হিসেবে দক্ষিণ কোরিয়ায় সর্বোচ্চ আয়কারী বিদেশী চলচ্চিত্রে পরিণত হয়েছে৷
আরেক হিসাব বলছে, এরই মধ্যে সিনেমাটির ১ কোটি টিকিট বিক্রি হয়েছে। যা দেশটির এক-পঞ্চমাংশ জনসংখ্যার সমান।
দক্ষিণ কোরিয়াভিত্তিক ইয়োনহাপ নিউজ এজেন্সি জানায়, জেমস ক্যামেরনের ২০০৯ সালের সাই-ফাই সিক্যুয়েলটি ১৪ ডিসেম্বর থেকে এশিয়ার এই বাজারে ১২ কোটি ৮৫ লাখ ওন বা ১০ কোটি ৪৩ লাখ ডলার আয় করেছে।
টিকিট বিক্রির এর আগের রেকর্ডটিও ‘অ্যাভাটার’-এর। ১৩ বছর আগে মুক্তি পাওয়া সিনেমাটির টিকিট বিক্রি হয় ১২ কোটি ৮৪ লাখ ওনের। তবে ১ কোটি ৩৬ লাখ দর্শকের কারণে এটিই এখন পর্যন্ত সবচেয়ে বেশি দেখা বিদেশী সিনেমা।
এ ছাড়া দক্ষিণ কোরিয়ার স্থানীয় ইন্ডাস্ট্রির সঙ্গে মিলিত হিসেবে ‘অ্যাভাটার টু’ সর্বোচ্চ আয় করা মুভির তালিকায় চতুর্থ।
৫ কোটি ১৭ লাখ জনসংখ্যার দেশ দক্ষিণ কোরিয়ায় গত ২৪ জানুয়ারি পর্যন্ত জেমস ক্যামেরনের সর্বশেষ সিনেমাটি ১ কোটি দর্শক দেখেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।