Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ দেখা দেয়। এরপর সেখান থেকে সারাবিশ্বে ছড়িয়ে পড়ে এই ভাইরাস। বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ১ কোটি ৪০ লাখ ছাড়িয়েছে।
একশো ঘণ্টায় শনাক্ত হয়েছে ১০ লাখ করোনা রোগী। প্রতি ১০ ঘণ্টায় ১ লাখ করোনা রোগী শনাক্ত হয়েছে। প্রতি ঘণ্টায় আক্রান্ত হয়েছে ১০ হাজার। অন্যদিকে একশ ঘণ্টার হিসাবে প্রতি মিনিটে করোনায় আক্রান্ত হয়েছেন ১৬৭ জন।
বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১ কোটি ৪২ লাখ ৮ হাজার ১৪৯ জন। এ ভাইরাসে আক্রান্ত হয়ে মোট মারা গেছেন ৫ লাখ ৯৯ হাজার ৭৫০ জন। সুস্থ হয়েছেন মোট ৮৪ লাখ ৮১ হাজার ৯১৬ জন।
করোনায় আক্রান্ত ও মৃত্যুর তালিকায় শীর্ষে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৩৭ লাখ ৭০ হাজার ১৩৮ জন আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ১ লাখ ৪২ হাজার ৬৫ জন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।