প্রতীক্ষিত Google Pixel 7 আগ্রহী ক্রেতাদের চাহিদা পূরণে সক্ষম?

Google Pixel 7

এ মাসের ৬ তারিখে গুগল একটি বড় ইভেন্টের আয়োজন করতে যাচ্ছে। আশা করা হচ্ছে Google Pixel 7 স্মার্টফোনটি ঐদিন সবার সম্মুখে উন্মোচন করা হবে।

Google Pixel 7

বহুল আকাঙ্ক্ষিত এই স্মার্টফোন আসতে যাচ্ছে বিধায় প্রযুক্তিপ্রেমীরা বেশ সন্তুষ্ট। এ স্মার্টফোন নিয়ে তাদের প্রত্যাশাও কম নয়। স্মার্টফোনের স্পেসিফিকেশন সম্পর্কে খুব বিস্তারিত তথ্য পাওয়া গেলেও ডিসপ্লে নিয়ে কোম্পানি গুরুত্বপূর্ণ কথা বলেছে।

তবে ইন্টারনেটে প্রকাশিত কিছু আর্টিকেল অনুযায়ী google pixel 6 থেকে এই স্মার্টফোনে তেমন কোন উল্লেখযোগ্য আপগ্রেড থাকবে না।

গুগলের এই স্মার্টফোনে নতুন ডিজাইন দেখা যাবে। নতুন টেনসর চিপসেট দ্বারা স্মার্টফোনটি পরিচালিত হবে। এ প্রসেসর স্মার্টফোনের জন্য যথেষ্ট শক্তিশালী।

ক্যামেরা সেকশনে উল্লেখযোগ্য আপডেট থাকার সম্ভাবনা নেই। তবে স্মার্টফোনটিতে প্লাস্টিকের পরিবর্তে অ্যালুমিনিয়ামের বডি ব্যবহার করা হবে।

স্মার্টফোনটির তিনটি নতুন রঙ্ এর ভেরিয়ান্ট বাজারে দেখতে পাওয়া যাবে। Google Pixel 7 হ্যান্ডসেটটি বেশ টেকসই হতে যাচ্ছে। আগের হ্যান্ডসেট থেকে এখানে চিপসেট এবং ডিজাইনে উল্লেখযোগ্য পরিবর্তন আসতে যাচ্ছে।

ধারণা করা হচ্ছে স্মার্টফোনটিতে অ্যামোলেড প্যানেলের স্ক্রিন থাকবে। ডিসপ্লের সাইজ হবে ৬.৩ ইঞ্চি। পাশাপাশি ডিসপ্লের রেজুলেশন হবে ১০৮০ গুণ ২৪০০ পিক্সেল।

সর্বশেষ এন্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেম স্মার্টফোন এ ইনস্টল করা থাকবে। গুগল পিক্সেল 7 স্মার্টফোনের র‍্যাম হবে ৮ জিবি। পাশাপাশি ১২৮ জি বি ও ২৫৬ জিবি স্টোরেজের দুইটি ভেরিয়েন্ট বাজারে পাওয়া যাবে।

গুগলের এ হ্যান্ডসেটের প্রাইমারি ক্যামেরা হবে ৫০ মেগাপিক্সেল। সেকেন্ডারি ক্যামেরা হবে ১২ মেগাপিক্সেল। পাশাপাশি ফ্রন্ট ক্যামেরায় ১১.১ মেগাপিক্সেল ক্যামেরা লেন্স দেওয়া থাকবে।

পেছনের এবং সামনের ক্যামেরা দিয়ে ১০৮০পি রেজুলেশন বজায় রেখে ভিডিও করার সুযোগ পাবেন। গুগলের হ্যান্ডসেট এ ইউএসবি টাইপ সি ৩.১ ইন্সটল করা থাকবে।

লিথিয়াম আয়নের  ৪৭০০ মেগাহার্জের ব্যাটারি দ্বারা স্মার্টফোনটি চালিত হবে। স্মার্টফোনটিতে ৩০ ওয়াটের ফাস্ট চার্জিং ফিচার থাকছে। গুগল পিক্সেল সেভেন স্মার্টফোনের দাম হবে ৫০ হাজার রুপি ও ৭০ হাজার টাকা। তবে এ স্মার্টফোনে খুব বেশি উল্লেখযোগ্য আপগ্রেড না থাকার কারণে কাস্টোমারদের প্রত্যাশা পূরণ হবে কিনা সেটা নিশ্চিত নয়।