জুমবাংলা ডেস্ক : এ সময় সারজিস বলেন, এতদিন দেশের সাধারণ মানুষকে বিভিন্নভাবে ব্যবহার করা হয়েছে। নেতারা ভোটের সময় মানুষের দ্বারস্থ হন, হাতে কিছু টাকা দেন, কিন্তু ভোট শেষে জনগণের কথা ভুলে যান।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আগামীর বাংলাদেশে ভোট দেয়ার সময় দলের নাম ও প্রতীকের দিকে না তাকিয়ে প্রার্থীর কাজ বিবেচনা করতে হবে। তিনি বলেন, কে কেমন কাজ করছে ও কথার সঙ্গে কাজের মিল কেমন— এই জিনিসগুলো দেখে মানুষকে ভোট দিতে হবে।
আজ সোমবার (২৪ মার্চ) পঞ্চগড়ের দেবীগঞ্জ বিজয় চত্বরে এক পথসভায় তিনি এসব কথা বলেন।
এ সময় সারজিস বলেন, এতদিন দেশের সাধারণ মানুষকে বিভিন্নভাবে ব্যবহার করা হয়েছে। নেতারা ভোটের সময় মানুষের দ্বারস্থ হন, হাতে কিছু টাকা দেন, কিন্তু ভোট শেষে জনগণের কথা ভুলে যান। তিনি আরো বলেন, ভোট শেষে একটি ছোট চাকরি, বিধবা বা বয়স্ক ভাতার কার্ড পেতেও জনপ্রতিনিধিদের কাছে গেলে মানুষকে টাকা দিতে হয়। আগামীর বাংলাদেশে এই ব্যবস্থা আর চলতে দেয়া হবে না।
সারজিস আলম বলেন, যারা জনপ্রতিনিধি হয়ে সাধারণ মানুষের কাছ থেকে লুটপাট করবে, তাদের আর সুযোগ দেয়া যাবে না। দেশে এতদিন ধরে অন্যায়, অত্যাচার, মিথ্যা মামলা, চাঁদাবাজি, সিন্ডিকেট চলছে। এনসিপি এসবের বিরুদ্ধে প্রতিবাদ চালিয়ে যাবে এবং যেখানে অন্যায় হবে, সেখানেই প্রতিহত করা হবে।
সরকারের সমালোচনা করে সারজিস আলম বলেন, গত ৫৪ বছরে আমরা অনেক সরকার দেখেছি, কিন্তু গত ১৬ বছরে শেখ হাসিনা স্বৈরাচার হয়ে উঠেছেন। প্রায় দুই হাজার মানুষের প্রাণ কেড়ে নিয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়েছেন।
পথসভায় জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীসহ স্থানীয় জনতা ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।