নির্বাচন কমিশনের (ইসি) তালিকা থেকে প্রতীক বাছাইয়ের শেষ সময় আজই (রোববার, ১৯ অক্টোবর)। এই সুযোগ কাজে না লাগালে কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী প্রতীক পাবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তবে দলটি জানিয়ে দিয়েছে— শাপলা ছাড়া অন্য কোনো প্রতীকে নিবন্ধন নেবে না।
ইসি সচিব আখতার আহমেদ সম্প্রতি বলেন,“১৯ অক্টোবরের মধ্যে এনসিপিকে বিকল্প প্রতীক জানাতে হবে। না হলে কমিশন নিজ বিবেচনায় সিদ্ধান্ত নেবে।”
তিনি আরও জানান, বিধিমালায় ‘শাপলা’ প্রতীক অন্তর্ভুক্ত করার প্রয়োজন নেই বলে কমিশন মনে করছে।
তবে রোববার সকাল ১১টায় এনসিপির একটি প্রতিনিধি দল ইসির সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, এই সাক্ষাতেই শাপলাকে দলীয় প্রতীক হিসেবে অন্তর্ভুক্ত করার সর্বশেষ চেষ্টা চালাবে তারা।
এর আগে নির্বাচন পরিচালনা বিধিমালায় থাকা ৫০টি প্রতীক থেকে নিজেদের প্রতীক বেছে নিতে এনসিপিকে চিঠি দিয়েছিল ইসি। কিন্তু এনসিপির অবস্থান স্পষ্ট— তারা শুধু ‘শাপলা’ প্রতীকেই নিবন্ধন নিতে চায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।