বিনোদন ডেস্ক : রাখির দিনেই বক্স অফিসে মুক্তি পেয়েছে অক্ষয় কুমার অভিনীত ‘রক্ষা বন্ধন’। খিলাড়ি কুমারের গত দুই রিলিজ বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে, ‘সম্রাট পৃথ্বীরাজ’ এবং ‘বচ্চন পাণ্ডে’-র ব্যর্থতা ঢেকে দিতে পারবে এই ছবি? সেটাই বড় প্রশ্ন। যদিও মুক্তির প্রথমদিন সেইভাবে দর্শক টানতে ব্যর্থ হল এই ছবি। প্রথম দিন পরিচালক আনন্দ এল রাই-এর এই ছবির কালেকশন দাঁড়াল ৮ কোটি টাকা।
রাখি উপলক্ষ্যে দেশের অনেক জায়গা ছুটি থাকা সত্ত্বেও এই কালেকশন যথেষ্ট চিন্তার। এদিন অক্ষয়ের ছবির সঙ্গেই মুক্তি পেয়েছে আমিরের ‘লাল সিং চড্ডা’। আশানুরূপ ফল করে পারেনি লালও। তবে ‘রক্ষাবন্ধন’-এর চেয়ে খানিকটা এগিয়ে থাকল আমিরের ছবি, এই ছবির প্রথম দিনের কালেকশন ১০-১১ কোটির মধ্যে।
একটি মুখোরোচক খাবার দোকানের মালিক লালা কেদারনাথের চরিত্রে ‘রক্ষা বন্ধন’-এ দেখা গিয়েছে অক্ষয়কে। চার বোনের বিয়ে না দিয়ে নিজে বিয়ে করবেন না, এমনই প্রতীজ্ঞা লালার। অথচ লালার ‘বচপন কা প্যায়ার’ ভূমি পেদনেকর বাবা সময় বেঁধে দিয়েছেন, ৬ মাসের মধ্যে মেয়ের হাত না ধরলে অন্য কারুর সঙ্গে ভূমির বিয়ে দিয়ে দেবেন তিনি। ছবিতে অক্ষয়ের চার বোনের চরিত্রে রয়েছেন সাদিয়া, সাহেজমীন, দীপিকা এবং স্মৃতি।
পণ প্রথার মতো সামাজিক অভিশাপ নিয়ে কথা বলবে অক্ষয় কুমারের এই ছবি। ছবিতে অক্ষয়ের পারফরম্যান্স মন জিতেছে অধিকাংশ সমালোচকের। ছবির গল্প চেনা ছকে বাঁধা হলেও দর্শকের চোখের কোণ ভিজাতে সফল হয়েছে টিম ‘রক্ষা বন্ধন’, এমনই দাবি ইতিমধ্যেই ছবি দেখে ফেলা দর্শকদের।
চলতি বছর অক্ষয়ের তৃতীয় রিলিজ ‘রক্ষা বন্ধন’। এর আগের দুই ছবির প্রথম দিনের কালেকশনের সঙ্গে তুলনা করলে এটাই সবচেয়ে কম। ‘সম্রাট পৃথ্বীরাজ’ প্রথম দিন ঘরে এনেছিল ১০.৭ কোটি, অন্যদিকে ‘বচ্চন পাণ্ডে’র কালেকশন ছিল ১৩.২৫ কোটি টাকা।
এই ছবি নিয়ে হিন্দুস্তান টাইমসের রিভিউতে বলা হয়েছে, ‘অক্ষয় বরাবরই প্রমাণ করেন একটা ছবির হৃদয় সঠিক জায়গায় থাকলে, দর্শকের সঙ্গে সংযোগ স্থাপন করতে সফল হয় সেই ছবি। এই প্রথমবার কোনও সামাজিক কু-প্রথাকে নিয়ে ছবি তৈরি করেননি অভিনেতা, পণপ্রথার মতো অভিশাপের কথা ফুটে উঠেছে এই ছবিতে। পরিচালক আনন্দ এ রাই যে সংবেদনশীলতার সঙ্গে পণপ্রথা বিরোধী বার্তা পেশ করেছেন, সেটাই আসল’।
প্রথম সপ্তাহ শেষে কেমন রেজাল্ট করবে এই ছবি, সেইদিকেই নজর থাকবে সবার। শুক্র-শনি-রবিবারের ট্রেন্ডের উপরই নির্ভর করবে আগামী সপ্তাহে ‘রক্ষা বন্ধন’-এর ভবিষ্যত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।