স্পোর্টস ডেস্ক: প্রথমবারের মতো ইংলিশ ক্রিকেটের বর্ষসেরার পুরস্কার জিতলেন ক্রিস ওকস। প্রফেশনাল ক্রিকেটার্স অ্যাসসিয়েশনের (পিসিএ) এই বছরের সেরা নির্বাচিত হয়েছেন এই ইংলিশ অলরাউন্ডার।
এ ছাড়াও বর্ষসেরা নারী ক্রিকেটারের পুরষ্কার পেয়েছেন সারাহ গ্লেন। আর পিসিএ বর্ষসেরা উদীয়মান খেলোয়াড় হয়েছেন জ্যাক ক্রলি। বর্ষসেরা টেস্ট খেলোয়াড় হয়েছেন স্টুয়ার্ট ব্রড আর টি-টোয়েন্টির সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছেন ডেভিড মালান।
প্রতিবছর জাঁকজমকভাবে অনুষ্ঠান করে এই পুরস্কার দেওয়া হলেও করোনা সক্রমনের কারণে ৫১তম ন্যাটওয়েস্ট পিসিএ পুরস্কার বিতরণের অনুষ্ঠানে ছিল না আগের সেই প্রাণোজ্জ্বল পরিবেশ।
বল হাতে কিংবা ব্যাট হাতে বছরটি দুর্দান্ত কাটিয়েছেন ওকস, বিশেষ করে করোনা পরবর্তী সময়ে। যেখানে সবচেয়ে বেশি নজরে এসেছে পাকিস্তানের বিপক্ষে অপরাজিত ৮৪ রানের ইনিংস।
ওল্ড ট্র্যাফোর্ডে পাকিস্তানের বিপক্ষে দল যখন হারের সন্ন্যিকটে তখনই ব্যাট হতে জস বাটলারের সাথে জুটি গড়ে দলকে জয়ের বন্দরে নিয়ে যান তিনি।
বর্ষসেরার পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ওকস বলেন, বর্ষসেরা পুরুষ ক্রিকেটারের পুরস্কার পেয়ে আমি সত্যিই আনন্দিত, যদিও খবরটি শুনে শুরুতে আমি একটু ধাক্কা খেয়েছিলাম। আমার সহকর্মীদের কাছে থেকে এই পুরস্কার পেয়ে আমি সম্মানিতবোধ করছি। বেশ কয়েকজন দুর্দান্ত ক্রিকেটার এই পুরস্কার পেয়েছেন। তাদের মাঝে থাকতে পারাটা দারুণ ব্যাপার।
ইংলিশ ক্রিকেটের বর্ষসেরা পুরস্কার জিতলেন যারা:
বর্ষসেরা পুরুষ ক্রিকেটার: ক্রিস ওকস
বর্ষসেরা নারী ক্রিকেটার: সারাহ গ্লেন
বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার: জ্যাক ক্রলি
বর্ষসেরা টেস্ট ক্রিকেটার: স্টুয়ার্ট ব্রড
বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার: ডেভিড মালান
বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার: ডেভিড উইলি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।