স্পোর্টস ডেস্ক : নিষেধাজ্ঞার পর প্রথমবারের মতো মিরপুরে সেন্টার উইকেটে ব্যাট করেছেন সাকিব আল হাসান। ব্যাটিংয়ের ফাঁকে জেমকন খুলনার দল নিয়েও কথা বলেছেন কোচের সঙ্গে। দল নিয়ে সন্তুষ্ট সাকিব। তবে কোচের মন্তব্য নামের বিচারে নয়, মাঠের খেলার ওপর নির্ভর করবে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের সাফল্য। সাকিব নাকি রিয়াদ কে হবেন ক্যাপ্টেন, তাও এখনও চূড়ান্ত করেনি টিম ম্যানেজমেন্ট।
নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে নেমে পড়েছেন দেশের ক্রিকেটের উজ্জ্বলতম নক্ষত্র। আগের দিন ইনডোর আর আউটডোরে ব্যাটিং-বোলিংয়ের মহড়া সারলেও, এদিন হোম অব ক্রিকেটের মেইন গ্রাউন্ডে মিস্টার সেভেন্টি ফাইভ সাকিব আল হাসান।
বোলিং মেশিন থেকে কংক্রিটে পড়া বলগুলো উইলো হাতে সামলাচ্ছেন সাকিব। কোথায় যেন একটা ঝামেলা হচ্ছিলো শুরুতে। মিড উইকেটে নেয়া শটগুলো মনঃপুত হচ্ছিলো না বিশ্বসেরা অলরাউন্ডারের। পাশেই ছিলেন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে খুলনার দায়িত্ব পাওয়া কোচ। সাকিবকে কি একটা বললেন, কিছুক্ষণ পরেই রুদ্রমূর্তি সাকিব একে একে ডেলিভারিগুলো সীমানা ছাড়া করলেন।
পরে কোচ মিজানুর রহমান বাবুল জানালেন, ওর টিউনিংয়ে একটু ঝামেলা হচ্ছিলো। অনেকদিন পর ব্যাটিং করতে নামায় শুরুতে একটু কষ্ট হচ্ছিলো এই আর কি।
কথা হয়েছে দলগুলো নিয়েও। সাকিব-রিয়াদদের নিয়ে খাতায়-কলমে ফেভারিট রূপসা পাড়ের দলটা। সাকিবও নাকি আশাবাদী দল নিয়ে। তবে কোচ বলছেন নামের প্রমাণ দিতে হবে মাঠের খেলায়।
বাবুল বলেন, সাকিব বিশ্বসেরা অলরাউন্ডার। ওর তো কোনকিছু প্রমাণ করার নেই। তবে মাঠে ভালো পারফর্ম করাটাই আসল। দল ভালো তাতে সন্দেহ নেই, তবে নামের চেয়ে খেলাটাই আসল।
নিষেধাজ্ঞা থেকে ফেরা সাবেক আর টাইগারদের টি-টোয়েন্টি ফরম্যাটের বর্তমান কাপ্তান, কে নেতৃত্ব দেবেন খুলনাকে? কোচ জানালেন, এখনও চূড়ান্ত হয়নি সেটিও।
মিজানুর রহমান বাবুল বলেন, আমরা এখনো এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিইনি। শীঘ্রই এই বিষয়ে আমরা আলোচনা করে সিদ্ধান্ত নিবো।
২৪ নভেম্বর শুরু হবে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। ৪ দিন আগেই বায়োবাবলে ঢুকে যাবেন সংশ্লিষ্টরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।