আন্তর্জাতিক ডেস্ক: প্রথমবারের মতো মঙ্গলগ্রহের ছবি পাঠাতে সক্ষম হয়েছে চীনের মহাকাশযান তিয়ানওয়েন-১। খবর দ্য গার্ডিয়ানের।
মঙ্গলের কক্ষপথের বেশ কিছুটা দূর থেকে গ্রহটির গুরুত্বপূর্ণ দু’টি এলাকার ছবি পাঠিয়েছে এটি। মাসখানেক আগে তোলা ছবিগুলো শুক্রবার প্রকাশ করেছে চীনা জাতীয় মহাকাশ প্রশাসন (সিএনএসএ)।
গত বছরের জুলাইয়ে মঙ্গলের উদ্দেশে যাত্রা শুরু করে চীনা যান তিয়ানওয়েন-১। দেশটির মহাকাশ গবেষণা সংস্থা জানিয়েছে, তিয়ানওয়েন-১ এখন মঙ্গলের কক্ষপথ থেকে ১১ লাখ কিলোমিটার দূরে রয়েছে। একটি ল্যান্ডার ও একটি রোভার নিয়ে ৫ টন ওজনের এ মহাকাশযান আগামী ১০ ফেব্রুয়ারি লাল গ্রহের কক্ষপথে ঢুকে পড়বে। আর আগামী মে মাসে এটি পৌঁছে যাবে গ্রহের ‘ইউটোপিয়া’ এলাকায়।
চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (সিএনএসএ)’ জানিয়েছে, তাদের পাঠানো মহাকাশযান ‘তিয়ানওয়েন-১’ লাল গ্রহের কক্ষপথের ২২ লাখ কিলোমিটার (বা, ১৪ লক্ষ মাইল) দূরত্ব থেকে মঙ্গলের ভূপৃষ্ঠের ‘স্কিয়াপ্যারেল্লি ক্রেটার’ (সুবিশাল গর্ত) আর গিরিখাতে ভরা এলাকা ‘ভ্যালেস মারিনেরিস’-এর বেশ কিছু ছবি পাঠিয়েছে।
২০০৩ সালে প্রথমবারের মতো মহাকাশচারী পাঠাতে সক্ষম হয়েছিল চীন। মঙ্গল বরাবরই বিভিন্ন দেশের মহাকাশ গবেষণা সংস্থাগুলির কাছে চ্যালেঞ্জ হয়ে থেকেছে। লাল গ্রহে পৌঁছনোর চেষ্টা আগেও করেছিল চীন। ২০১১ সালে রাশিয়ার সঙ্গে যৌথভাবে চালানো সে প্রচেষ্টা ব্যর্থ হয়েছিল। চাঁদেও ইতোমধ্যে দুইটি রোভার নামিয়েছে চীনা মহাকাশ গবেষণা সংস্থা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।