বিনোদন ডেস্ক : প্রথমবারের মতো মা হতে চলেছেন জান্নাতুল ফেরদৌস পিয়া। সেই শুভক্ষণের জন্য আর মাত্র কয়েক মাসের অপেক্ষা।
বৃহস্পতিবার রাতে ফেইসবুকে বেবি বাম্পের ছবি প্রকাশ করে সুখবরটি জানান এই মডেল-অভিনেত্রী।
ছবির ক্যাপশনে পিয়া লেখেন, “ফেব্রুয়ারিতে পরিবারের মূল্যবান সদস্যের আগমনের অপেক্ষা করছি।”
এ খবর জানার পর তার ভক্ত, অনুরাগী, ও শুভাকাঙ্ক্ষীরা শুভেচ্ছায় ভাসাচ্ছেন পিয়াকে।
২০১৪ সালে ফারুক হাসান সামীরের সঙ্গে ঘর বাঁধেন পিয়া।
২০০৭ সালে মিস বাংলাদেশ হিসেবে শোবিজে যাত্রা শুরু জান্নাতুল পিয়ার। এরপর দেশ-বিদেশের একাধিক প্রতিযোগিতায় পুরস্কৃত হন।
সম্প্রতি লন্ডন কলেজ অব লিগ্যাল স্টাডিজ থেকে আইন বিভাগ থেকে স্নাতক শেষ করেছেন তিনি।
পিয়া অভিনীত চলচ্চিত্রের মধ্যে রয়েছে চোরাবালি, গ্যাংস্টার রিটার্নস, দ্য স্টোরি অব সামারা, ছিটমহল প্রভৃতি। চলতি বছর ‘স্বপ্নবাজি’ নামের ছবিতে যুক্ত হলেও করোনার আবহে থমকে গেছে শুটিং। এ ছাড়া বিজ্ঞাপন, নাটক, ট্রাভেল শো ও ক্রিকেট সঞ্চালনায় পরিচিত মুখ পিয়া।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।