ফোল্ডেবল স্মার্টফোনে অবাক করে দেওয়ার কত নয়া ইনোভেশন নিয়ে আসছে স্যামসাং। এবার দুই বার ভাঁজ করা যায় এরকম ফোল্ডেবল ট্যাবলেটের আইডিয়া নিয়ে এসেছে স্যামসাং।
Flex-G ও Flex-S স্মার্টফোনের ক্ষেত্রে এ নয়া আইডিয়া বাস্তবায়ন করবে স্যামসাং। স্যামসাং এ বছর ‘ Dual Folding Phone’ ট্যাবলেট নিয়ে কাজ করছে বলে জানায়।
‘Samsung ডিসপ্লে’ অর্গানাইজেশন জুলাই S-Flex নামে স্মার্টফোনটির ট্রেডমার্ক নিজেদের আয়ত্ত্বে নেয় । বর্তমানে দক্ষিণ কোরিয়ার এই প্রতিষ্ঠানটি এই আইডিয়ার মেধাসত্ত্ব সংরক্ষণ করে।
Samsung Galaxy জেড সিরিজের ফোল্ডেবল এবং ফ্লিপ স্মার্টফোনের অবস্থা মার্কেটে বেশ ভালো। এখন মার্কেটে ফোল্ডেবল স্মার্টফোনের জনপ্রিয়তা তুঙ্গে রয়েছে এবং এই স্মার্টফোন নির্মাতা কোম্পানি ভাঁজ করা হ্যান্ডসেট এর ভেতর আরো অভিনব ফিচার নিয়ে আসতে আগ্রহী।
বর্তমানে স্যামসাং স্মার্টফোনের নতুন ফর্ম ফ্যাক্টর ও ভিন্ন ধরনের ডিজাইন নিয়ে কাজ করছে। তবে আজ পর্যন্ত যেসব ফোল্ডেবল স্মার্টফোন বাজারে বের করা হয়েছে তা কতটুকু সফল হলো এবং ক্রেতারা আস্থা রাখতে পারছে কিনা সে বিষয়টির উপর নির্ভর করছে ভবিষ্যতে ফোল্ডেবল স্মার্টফোন নিয়ে স্যামসাংয়ের পরিকল্পনা কি হবে।
স্যামসাং ইলেকট্রনিক্স থেকে স্যামসাং ডিসপ্লে ভিন্ন অর্গানাইজেশন হিসেবে কাজ করে। নতুন অফ্লাক্স এস এবং ফ্লাক্স জি ট্যাবলেট স্মার্টফোনের আইডিয়া দিয়েছে স্যামসাং ডিসপ্লে অর্গানাইজেশন। পাশাপাশি এর ট্রেডমার্ক এখন তাদেরই দখলে।
মনে হচ্ছে ‘স্যামসাং ডিসপ্লে’ চাইবে ভিন্ন ঘরানার স্মার্টফোন বাজারে রিলিজ করতে এবং ব্যবসায় উন্নতি করতে। তবে এটি বাজারে আসলেও সম্ভাবনা আছে যে অন্যান্য ম্যানুফ্যাকচারার কোম্পানি Samsung এর এ আইডিয়া কপি করবে।
তবে ফ্লেক্স সিরিজের স্মার্টফোন বাজারে আসলেও তা ২০২২ সালে হয়তো আসার সম্ভাবনা নেই। কেননা এই আইডিয়া বাস্তবায়ন করা বেশ সময়সাপেক্ষ হবে। সবকিছু ঠিকঠাক থাকলে হয়তো ২০২৩ সালে এ ধরনের ট্যাবলেট আলোর মুখ দেখতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।