প্রথমবার প্রকাশ্যে এলো বিরাট-আনুশকার কন্যা ভামিকা

স্পোর্টস ডেস্ক: বিরাট কোহলি-আনুশকা কন্যা ভামিকা। জন্মের পর থেকেই ছোট্ট সোনার মুখ ক্যামেরার আড়ালেই রেখে গেছেন বাবা-মা। এমনকি দক্ষিণ আফ্রিকা যাওয়ার আগে কিছু সংবাদমাধ্যম আনুশকার কোলে থাকা ভামিকার ছবি তোলার চেষ্টা করেছিলেন। কিন্তু কোহলি ও আনুশকা দুজনই নেটমাধ্যমে বিবৃতি দিয়ে সাংবাদিকদের মেয়ের ছবি প্রকাশ্যে না আনতে অনুরোধ করেছিলেন।

কিন্তু সব বিধিনিষেধ ভঙ্গ করে ভাইরাল হয়ে গেল সেই মিষ্টিমুখের কিছু ছবি। প্রথমবারের মতো প্রকাশ্যে এল বিরাট কোহলি ও আনুশকা শর্মার মেয়ে ভামিকা। রোববার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় এক দিনের ম্যাচে ব্যাট করছিলেন বিরাট কোহলি। তারপর অর্ধশত রান পূরণ করেই গ্যালারির দিকে তাকিয়ে ব্যাট তুলে কিছু একটা ইশারা করেন বিরাট। দেখে মনে হচ্ছিল যেন বাচ্চাকে কোলে তুলে দোলাচ্ছেন।

আর তখনি ক্যামেরা ধরে বসল গ্যালারি তে বসে থাকা আনুশকা এবং মেয়ে ভামিকাকে। প্রথমবারের মতো বিরাট- আনুশকার কন্যা ভামিকা কে দেখতে পেরে আপ্লুত ভক্তরা। নেটপাড়ায় ভাইরাল ভামিকার সেই আদুরে ছবি। ভামিকাকে কে দেখে অনেকেই বলছেন বাবার মতো হুবহু দেখেতে হয়েছে সে। বিরাট কোহলির ছোট বেলার ছবির সঙ্গে ভামিকার ছবি কোলাজ করে শেয়ার করছেন অনেকেই।

আবার কেউ কেউ বিরাট-আনুশকার গোপনীয়তাকে লঙ্ঘন করার জন্য খেলা সম্প্রচারকারীদের নিন্দা জানিয়েছেন। গত বছর ডিসেম্বরে, আনুশকা এবং বিরাট একটি বিবৃতি প্রকাশ করে ভামিকার গোপনীয়তার জন্য একটি অনুরোধ করেছিলেন যাতে লেখা ছিল: “আমরা আমাদের সন্তানের গোপনীয়তা চাই এবং তাকে সুযোগ দেওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করতে চাই। সোশ্যাল মিডিয়া থেকে তাকে দূরে রাখতে চাই যাতে সে একটি স্বাধীন জীবন উপভোগ করতে পারে।”

অনেকেই ভামিকার সঙ্গে বিরাট কোহলির ছোটবেলার ছবির মিল খুঁজছেন। টুইটার ট্রেন্ডিংয়ে উঠে এসেছে ভামিকা। তারকা জুটির এ সন্তানকে কেউ কেউ ছোট কোহলি, কোহলির কপি বলেও মন্তব্য করেছেন।

কোহলিকে শোকজ করা নিয়ে যা বললেন সৌরভ

গত বছরের ১১ জানুয়ারি ভামিকার জন্ম হয়। কিন্তু এ যাবত মেয়ের মুখ দেখাননি বিরুশকা জুটি। সামাজিক মাধ্যমে মেয়ের বেশ কিছু ছবি পোস্ট করলেও সেসব ছবিতে ভামিকার চেহারার দেখা মেলেনি।