স্পোর্টস ডেস্ক : ষষ্ঠবারের মতো বিশ্বকাপ জয়ের মিশনে নিজেদের প্রথম ম্যাচে ইউরোপিয়ান দল সার্বিয়ার বিপক্ষে মাঠে নেমেছে ব্রাজিল। লুসাইল স্টেডিয়ামে বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় শুরু হয় ম্যাচটি। তবে প্রথমার্ধ শেষ হয়েছে গোলশূন্য অবস্থায়।
দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণে খেলা এগিয়ে নিয়ে যায়। ব্রাজিল বেশ কয়েকটি সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি। শেষ পর্যন্ত প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। এতে গোল ছাড়াই বিরতিতে যেতে হয় তাদের।
দোহার লুসাইল স্টেডিয়ামের এই মাঠেই বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচে মেসির আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বড় অঘটনের জন্ম দিয়েছে সৌদি আরব।
তাইতো ফিফা র্যাংকিংয়ের শীর্ষে থাকা সত্ত্বেও সার্বিয়াকে নিয়ে সতর্ক ব্রাজিল। গত বিশ্বকাপে ইউরোপের দলটিকে তারা হারিয়েছিল ২-০ গোলে।
ফর্ম ও স্কোয়াডের গভীরতার কারণে ব্রাজিলকে এবার শিরোপার সবচেয়ে বড় দাবিদার ভাবা হচ্ছে। অঘটনের আশায় প্রথম ম্যাচে রক্ষণাত্মক কৌশল বেছে নিতে পারে সার্বিয়া।
সব মিলিয়ে বিশ্বকাপে শেষ ৯টি ম্যাচের সাতটিতেই পরাজিত হয়েছে সার্বিয়া। ইউরোপের কোন দেশ হিসেবে এটাই সর্বোচ্চ পরাজয়। এবারের বিশ্বকাপে খেলতে আসা দলগুলোর মধ্যে আট পরাজয়ে একমাত্র অস্ট্রেলিয়া তাদের থেকে এগিয়ে আছে।
অন্যদিকে ১৯৯৮ আসরের পর বিশ্বকাপের গ্রুপ পর্বে কখনো হারেনি ব্রাজিল। এই পর্যায়ে টানা ১৫ ম্যাচে অপরাজিত তারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।