স্পোর্টস ডেস্ক : এবার বিশ্বকাপে স্পেন শুরুটা করেছে দারুণভাবে। অন্যদিকে জার্মানি প্রথম ম্যাচে হেরে গেছে জাপানের কাছে। তবে আজকের ম্যাচে ঠিকই ঘুরে দাঁড়িয়ে নকআউটের আশা বাঁচিয়ে রাখতে চায় জার্মানরা।
হারলেই বিদায় প্রায় নিশ্চিত এই সমীকরণ নিয়ে মাঠে নেমেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। ই গ্রুপের হাইভোল্টেজ এ ম্যাচে তাদের প্রতিপক্ষ স্পেন।
জার্মানির বাঁচামরার এই ম্যাচে প্রথমার্ধে একের পর এক চেষ্টা চালিয়েও গোলের দেখা পায়নি স্পেন-জার্মানি।
ম্যাচের ৭ মিনিটেই অনবদ্য গোলের সুযোগ তৈরি করেছিল স্পেন। শুরু থেকেই বল নিজেদের দখলে রেখেছে স্পেন। প্রথম ম্যাচে কোস্টারিকার বিরুদ্ধে ১০৪৩ পাস খেলেছিল স্পেন। বল পজেশন ছিল ৮৫ শতাংশ। এ দিনও বল পজেশন ধরে রেখে আক্রমণে উঠছে। ড্যানি ওলমোর শট বাঁচিয়ে ম্যানুয়েল ন্যুয়ের কোনওরকমে জার্মানিকে স্বস্তি দিলেন।
ম্যাচের ৩৪ মিনিটে ড্য়ানি ওলমোর স্কোয়ার পাস। যদিও সুযোগ কাজে লাগাতে ব্য়র্থ ফেরান তোরেস। যদিও পরে দেখা যায়, সহকারি রেফারি অফসাইড দিয়েছেন।
সেট পিস থেকে গোল করেছিলেন জার্মানি ডিফেন্ডার রুডিগার। যদিও জার্মান শিবিরে স্বস্তি এল না। ভিএআরে অফসাইডের কারণে গোল বাতিল।
স্পেনের একাদশ
জার্মানদের বিরুদ্ধে স্পেনের প্রথম একাদশ একটিই পরিবর্তন। সিজার আজপিলিকুয়েতার জায়গায় কার্ভাহাল। এক নজরে প্রথম একাদশ : উনাই সিমোন, রড্রি, জর্ডি আলবা, ড্যানি কার্ভাহাল, আইমেরিক লাপোর্তে, সের্গিও বুস্কেতস, গাবি, পেদ্রি, মার্কো আসেন্সিও, ফেরান তোরেস, ড্যানি ওলমো।
প্রথম একাদশ
জার্মানির প্রথম একাদশে জোড়া পরিবর্তন। প্রথম একাদশে নেই শ্লটেরব্যাক এবং কাই হাভার্ৎজ। এক নজরে জার্মানির প্রথম একাদশ : ম্যানুয়েল ন্যুয়ের, অ্যান্টনিও রুডিগার, ডেভিড রম, থিলো কেহরার, জোশুয়া কিমিচ, লিও গোরেৎজকা, সার্জ ন্য়াব্রি, থমাস মুলার, জামাল মুসিয়ালা, নিক্লাস সুলে, ইকে গুন্ডোগান
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।