স্পোর্টস ডেস্ক : আয়ারল্যান্ড সিরিজে ইনজুরিতে পড়েন দক্ষিণ আফ্রিকার টেস্ট ও ওয়ানডে অধিনায়ক টেম্বা বাভুমা। ওই ইনজুরিতে বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজের প্রথমটিতে খেলতে পারবেন না তিনি। তবে দলের সঙ্গে থাকবেন এই ব্যাটার।
বাভুমার জায়গায় বাংলাদেশ সিরিজের দলে ডাকা হয়েছে নতুন এবিডি ভিলিয়ার্স খ্যাত ব্যাটার ডেওয়াল্ড ব্রেভিসকে। প্রথমবার টেস্ট দলে ডাক পাওয়া ২১ বছর বয়সী এই ব্যাটার দুটি আন্তর্জাতিক টি-২০ খেলেছেন। ১২টি প্রথম শ্রেণির ম্যাচে ভালো খেলায় তাকে টেস্ট দলে নেওয়া হয়েছে।
বাভুমার অনুপস্থিতিতে মিরপুরে ২১ অক্টোবর শুরু হওয়া সিরিজের প্রথম টেস্টে নেতৃত্ব দেবেন এইডেন মার্করাম। এছাড়া ইনজুরিতে পড়েছেন প্রোটিয়া পেসার নান্দ্রি বার্গার। তার জায়গায় দলে ডাকা হয়েছে লুঙ্গি এনগিডিকে।
দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল ১৬ অক্টোবর বাংলাদেশে আসবে। তার আগে প্রিটোরিয়ায় ১২-১৪ অক্টোবর অনুশীলন ক্যাম্প করবে তারা। মিরপুরে সিরিজের প্রথম টেস্ট খেলার পর ২৯ অক্টোবর দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে চট্টগ্রামে যাবে দুই দল। সব ঠিক থাকলে সাকিব আল হাসান মিরপুর টেস্ট দিয়ে অবসরে যাবেন।
দক্ষিণ আফ্রিকার টেস্ট দল: টেম্বা বাভুমা (দ্বিতীয় টেস্ট), ডেভিড বেডিংহাম, ম্যাথু ব্রিটজেকে, ডেওয়াল্ড ব্রেভিস, টনি ডি জর্জি, কেশব মহারাজ, এইডেন মার্করাম, ওয়ান মুলদার, সেনুরান মুত্তুস্বামী, লুঙ্গি এনগিডি, ডেন পিটারসন, ডেন পিডিট, কাগিসু রাবাদা, ত্রিস্তান স্টাবস, রায়ান রিকেলটন, কাইল ভারায়েনে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।