বিনোদন ডেস্ক : দীর্ঘ বিরতির পর ‘শামসেরা’ ছবি দিয়ে বড় পর্দায় ফিরেছেন বলিউড তারকা রণবীর কাপুর। শুক্রবার (২২ জুলাই) মুক্তি পেয়েছে তার নতুন সিনেমাটি। ভারত ও বিশ্বের বিভিন্ন দেশের ৫ হাজার ৫৫০টি সিনেমা হলে মুক্তি পেয়েছে এটি।
এত বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পেলেও প্রথম দিনে হতাশ করেছে ‘শামসেরা’। প্রত্যাশানুরূপ আয় করতে পারেনি। বলিউডের সিনেমা ও বক্স অফিস বিশ্লেষক তরণ আদর্শ জানালেন, প্রথম দিনে সিনেমাটির আয় ১০ কোটি ২৫ লাখ রুপি।
এমন করুণ অবস্থার পেছনে বিশ্লেষকদের ব্যাখ্যা, সিনেমাটির গল্প-চিত্রনাট্য দুর্বল। ‘কেজিএফ’ ও ‘থাগস অব হিন্দুস্তান’ সিনেমার আঙ্গিকে এই সিনেমাটির গল্প সাজানো হয়েছে। কিন্তু সেই গল্পের গাঁথুনি ও ধারাবাহিকতা আকর্ষণীয় হয়নি।
যশরাজ ফিল্মস প্রযোজিত ‘শামসেরা’ সিনেমার বাজেট ১৫০ কোটি রুপি। বিশ্লেষকদের মতে, এই মোটা অংকের লগ্নি তুলে আনার সম্ভাবনা নেই বললেই চলে। যদিও সাম্প্রতিক সময়ের অনেক সিনেমার চেয়েই প্রথম দিন বেশি আয় করেছে। কিন্তু বাজেট বেশি হওয়ার কারণে ঝুঁকি বেড়ে গেছে।
‘শামসেরা’ নির্মাণ করেছেন করন মালহোত্রা। এতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর। তার নায়িকা হয়েছেন বাণী কাপুর। খলনায়ক চরিত্রে আছেন সঞ্জয় দত্ত।
প্রসঙ্গত, এর আগে রণবীরকে দেখা গিয়েছিল ২০১৮ সালের ‘সঞ্জু’ সিনেমায়। সেটি নির্মিত হয় সঞ্জয় দত্তের জীবনী অবলম্বনে। বক্স অফিসে দারুণ ব্যবসা করেছিল। রণবীরের দুর্দান্ত অভিনয় আর গল্পের জোরে ব্লকবাস্টার হিট হয়েছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।