স্পোর্টস ডেস্ক : প্রায় ১৯ বছর আগে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মাশরাফী বিন মোর্ত্তজার। ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ ক্রিকেট দলের বর্তমান অধিনায়ক রোববার স্পর্শ করলেন এক অসাধারণ মাইলফলক। জিম্বাবুয়ের মুতোম্বোদজিকে আউট করার মাধ্যমে প্রথম বাংলাদেশি পেসার হিসেবে পেশাদার ক্যারিয়ারে ৭০০তম উইকেট শিকার করেছেন তিনি।
জিম্বাবুয়ের বিপক্ষে নামার আগে মাশরাফীর ক্যারিয়ার উইকেট সংখ্যা ছিল ৬৯৮টি। জিম্বাবুয়ের ক্যাপ্টেন চামু চিবাবাকে আউট করার মাধ্যমে অনন্য মাইলফলকের আরো কাছে চলে আসেন তিনি। এরপর মুতোম্বোদজিকে সাইফউদ্দিনের ক্যাচ বানিয়ে স্পর্শ করেন ৭০০ উইকেট।
লিস্ট এ ক্রিকেটে ৩০৩ ম্যাচে ৪১৯টি উইকেট শিকার করেছেন নড়াইল এক্সপ্রেস। প্রথম শ্রেণীর ক্রিকেটে ৫৭ ম্যাচে ১৩৫টি ও টি-টোয়েন্টিতে ১৬৩ ম্যাচে ১৪৬ উইকেট শিকার করেছেন এই পেসার।
পেশাদার ক্যারিয়ারে টাইগারদের হয়ে সর্বোচ্চ উইকেট শিকার করেছেন আব্দুর রাজ্জাক। তিন ফরম্যাট মিলিয়ে তার উইকেট সংখ্যা ১১৪৪টি।
এরপরই আছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সব মিলিয়ে ৯৮৫ উইকেট শিকার করেছেন তিনি। প্রথম শ্রেণীর ক্রিকেটে ৯২ ম্যাচে ৩১০, লিস্ট এ ক্রিকেটে ২৫১ ম্যাচে ৩২১ ও টি-টোয়েন্টিতে ৩০৮ ম্যাচে ৩৫৪ উইকেট শিকার করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার।
টাইগার বোলারদের দিক থেকে সবমিলিয়ে তিনে থাকলেও তাই পেসারদের মাঝে সবার আগে ৭০০ ছুঁলেন মাশরাফীই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।