বিনোদন ডেস্ক : ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ গত বছরের ১১ জানুয়ারি লেখক আবু সাঈদ রানার সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হন। বিয়ের সময় পাত্রের সঙ্গে পরিচয় সম্পর্কে অভিনেত্রী জানিয়েছিলেন, রানার সঙ্গে দুই বছরের পরিচয় তার। তারপর বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন তারা। দুই পরিবারের সম্মতি নিয়েই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন তারা।
এদিকে এরইমধ্যে এই জুটির দাম্পত্যজীবনের এক বছর পার হয়েছে। এ উপলক্ষে গত ১১ জানুয়ারি রাতে সোশ্যাল মিডিয়া ফেসবুক পেজে স্বামী রানাকে নিয়ে একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন মৌসুমী হামিদ।
এ অভিনেত্রী লিখেছেন, ‘আমাদের এক বছর। এক বছর আগে যাইহোক না কেন, আমরা একে অপরের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলাম। আমরা এখন শক্তিশালী, অভিজ্ঞ এবং আরও বেশি ভালোবাসায় পরিপূর্ণ। তুমি আমার স্বপ্নদ্রষ্টা, গল্পকার, শৈশব, সুন্দর আত্মা―যার ভালোবাসা আমার হৃদয়কে গলিয়ে দেয়।’
মৌসমী হামিদ লিখেছেন, ‘যেভাবে হাসো তুমি, তার প্রেমে পড়েছি আমি। এত খাঁটি, বিশুদ্ধতা যে আমি প্রতিদিন প্রেমে পড়ি তোমার। আমাকে তুমি পাহাড়, বন ও জীবনের ছোট অ্যাডভেঞ্চারের জাদু দেখিয়েছো। এমনকি কঠিনতম মুহূর্তে আমার নিরাপদ স্থান তুমি, ঝড়ের মধ্যে আমার প্রশান্তিও তুমি। শুভ বার্ষিকী, আমার ভালোবাসা। এখানে আজীবনের প্রেম, হাসি ও একসঙ্গে প্রতিটি পর্বত আরোহণের সঙ্গী। সবসময়ই ভালোবাসা তোমার। ৩০-এর নিচে সাঈদ, তোমায় ভালোবাসি আমি।’
এদিকে স্বামীর প্রতি স্ত্রী মৌসুমী হামিদের এমন ভালোবাসাময় পোস্টে পাল্টা মন্তব্য করতে বাদ রাখেননি রানা। তিনি লিখেছেন, ‘আমার ভালোবাসা, তোমাকে ভালোবাসি। আমি যেমন ঠিক তেমনি আমাকে গ্রহণ করার জন্য এবং আমার পাগলামি সহ্য করার জন্য ধন্যবাদ তোমায়। আমার অনুপ্রেরণা তুমি, যেখান থেকে জীবনে এগিয়ে যাওয়ার জন্য শক্তি পাই আমি। তোমাকে অনেক ভালোবাসি আমি।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।