Advertisement
আন্তর্জাতিক ডেস্ক: লন্ডনের সাউথ ব্যাংকের বিলাসবহুল এলাকায় বিপুল অর্থ খরচ করে ঘটা করে উদ্বোধন করা হয়েছিল ১১৫ ফুট উঁচুতে আট ফুট দৈর্ঘ্যের ভাসমান সুইমিংপুল। এবার সেই বহু চর্চিত সুইমিংপুলটি বন্ধ হতে চলেছে। খবর ডেইলি মেইল’র।
খবরে বলা হয়, তৈরি হওয়ার পর থেকেই এই সুইমিংপুল পর্যটকদের আকর্ষণ এবং আলোচনার কেন্দ্র হয়ে উঠেছিল। কিন্তু কর্তৃপক্ষ এখন সেটি বন্ধ করে দিতে চাইছে।
কর্তৃপক্ষ বলছে, পুলের পানি গরম রাখতে বিপুল বিদ্যুৎ খরচ হচ্ছে। বছরে এক কোটি ৫১ লাখ টাকা বিল পরিশোধ করতে হচ্ছে, যা তাদের পক্ষে কুলানো সম্ভব হচ্ছে না। তাই বাধ্য হয়েই এই পুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিতে হচ্ছে তাদের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।