স্পোর্টস ডেস্ক : প্রথম ম্যাচে পরাজয়, পরে সিরিজের শিরোপা ঘরে তোলা- আন্তর্জাতিক ক্রিকেটে এটি যেন অভ্যাসে পরিণত করে ফেলেছে ভারতীয় দল। তাদের আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেটে এমন নজির স্থাপন করে রেখেছে টুর্নামেন্টের সফলতম দল মুম্বাই ইন্ডিয়ানস। নিজেদের প্রথম ম্যাচ হেরে শিরোপা জেতা মুম্বাইয়েরও অভ্যাসই বলা চলে!
শুক্রবার আইপিএলের ১৪তম আসরের প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর কাছে ২ উইকেটে হেরেছে রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ানস। এ নিয়ে টানা নবম আসরে নিজেদের প্রথম ম্যাচ হারল টুর্নামেন্টের সর্বোচ্চ পাঁচবারের চ্যাম্পিয়ন দলটি। প্রথম ম্যাচ হারায় অবশ্য মুম্বাইয়ের ভক্ত-সমর্থকদের কপালে চিন্তার ভাজ পড়ছে না মোটেও।
কেননা ২০১৩ সাল থেকে চলতি আসরের আগপর্যন্ত টানা ৮ বছর নিজেদের প্রথম ম্যাচ হেরেছে মুম্বাই। কিন্তু টুর্নামেন্ট শেষে এই আট আসরে পাঁচবারই শিরোপা নিজেদের কেবিনেটে সাজিয়েছে দলটি। সেই ধারাবাহিকতা বজায় থাকলে চলতি আসরে আইপিএলের প্রথম দল হিসেবে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়ার নজির গড়বে মুম্বাই।
সবমিলিয়ে আইপিএলের ১৪ আসরের মধ্যে মাত্র চারবার নিজদের প্রথম ম্যাচ জিততে পেরেছে মুম্বাই। ২০০৯ সালের আসর থেকে ২০১২ পর্যন্ত টানা চারবছর প্রথম ম্যাচ জেতে তারা। সেই চার আসরে তাদের সর্বোচ্চ সাফল্য ছিল ২০১০ সালে রানার্সআপ হওয়া। এছাড়া ২০১১ ও ২০১২ সালে সেরা চারে উঠেও শিরোপা ছুঁতে পারেনি তারা।
মুম্বাইয়ের শিরোপা জেতার অপেক্ষা শেষ হয় ২০১৩ সালে। সেবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর কাছে ২ রানে হেরে যাত্রা শুরু করেছিল তারা। কিন্তু শেষপর্যন্ত নিজেদের প্রথম শিরোপা জিতেই ক্ষান্ত দেয় রোহিত শর্মার দল। এরপর থেকে আর নিজেদের প্রথম ম্যাচে জয়ের দেখা পায়নি তারা। তবে ২০১৫, ২০১৭, ২০১৯ ও ২০২০ সালের আসরে চ্যাম্পিয়ন ঠিকই হয়েছে তারা।
নিজেদের প্রথম ম্যাচ হেরে যে প্রতিবারই সাফল্য মিলেছে মুম্বাইয়ের, এমনটা নয়। ২০০৮ সালে ব্যাঙ্গালুরুর কাছে ৫ উইকেট হার দিয়ে শুরুর পর, প্রথম রাউন্ডেই বাদ পড়েছিল তারা। এছাড়া ২০১৬ ও ২০১৮ সালেও প্রথম রাউন্ডে বাদ পড়েছিল মুম্বাই। এর আগে ২০০৯ সালেও হার দিয়ে শুরুর পর প্রথম রাউন্ডে থামে তাদের যাত্রা।
তবে সেসব ভুলে এখন নতুন এক উদ্যমী দল মুম্বাই ইন্ডিয়ানস। যাদের সামনে সুযোগ আইপিএলের প্রথম দল হিসেবে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়ার। ২০১০ ও ২০১১ সালে টানা দুইবার শিরোপা জিতেছিল চেন্নাই। ২০১৯ ও ২০২০ সালে চ্যাম্পিয়ন হয়ে তাদের রেকর্ড ছুঁয়েছে মুম্বাই। এবার প্রথম ম্যাচে হার দিয়ে শুরুর পর শিরোপার হ্যাটট্রিক করতে পারবে কি-না মুম্বাই, তা সময়ই বলে দেবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।