জুমবাংলা ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার (আইইউসিএন) এর প্রেসিডেন্ট পদপ্রার্থী সংযুক্ত আরব আমিরাতের রাজন খলিফা আল মোবারক।
Advertisement
আজ রবিবার (১৯ জুলাই) বিকেলে প্রধানমন্ত্রীর প্রেস উইং জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করেন রাজন খলিফা। এ সময় তিনি আইইউসিএন এর প্রেসিডেন্ট পদে বাংলাদেশের সমর্থন চান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৩-১৪ জানুয়ারি ২০২১ তারিখে ফ্রান্সে অনুষ্ঠেয় ওয়ার্ল্ড কনজারভেশন কংগ্রেসে বাংলাদেশের পক্ষ থেকে সংযুক্ত আরব আমিরাতের এ প্রার্থীর পক্ষে সমর্থন করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।