মৃত্যুর কয়েক ঘণ্টা আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে সাহায্য চেয়েছিলেন তিনি। কিন্তু শেষ রক্ষা হলো না। ক রোনার কাছে কাছে হেরে গেল ইউটিউবার এবং অভিনেতা রাহুল ভোরা। খবর আনন্দবাজার পত্রিকার।
ক রোনায় আক্রান্ত হওয়ার পর শনিবার (৮ মে) থেকে অবস্থার অবনতি হতে শুরু করে রাহুল ভোরার। ফলে ভারতের রাজধানী দিল্লির রাজীব গান্ধী সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে দ্বারকার আরেক হাসপাতালে স্থানান্তরিত করা হয় অভিনেতাকে। তারপরও শেষ রক্ষা হয়নি। রোববার (৯ মে) দ্বারকার ওই হাসপাতালেই মৃত্যু হয় তার।
মৃত্যুর আগে শনিবার ফেসবুকে একটি পোস্ট করেন ৩৫ বছর বয়সী অভিনেতা। তিনি লেখেন, ‘আমিও যদি ভাল চিকিৎসা পেতাম, বেঁচে ফিরতে পারতাম।’ পোস্টের শেষে যেন তিনি বিদায়বার্তা লিখে জানিয়েছিলেন, ‘খুব শিগগিরই জন্ম নেব। অনেক ভালো ভালো কাজ করব। এখন যেন আর সাহস নেই আমার মধ্যে।’
আর ওই পোস্টের সঙ্গেই তার সমস্ত তথ্য তিনি লিখে দিয়েছিলেন। কোন হাসপাতালে আছেন, বেড নম্বর, বয়স, হাসপাতালের কত নম্বর তলা- সব লেখা তালিকা করে।
সেই পোস্টেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং দিল্লির উপ মুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়াকে উল্লেখ করেছিলেন রাহুল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।