জুমবাংলা ডেস্ক : তিন দিনের সফরে বুধবার সকালে ঢাকায় এসেছেন ভারতীয় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। বিকালে হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রীকে কয়েক ধরনের খাদ্যসামগ্রী উপহার হিসেবে দেন ভারতীয় রাষ্ট্রপতি।
প্রধানমন্ত্রীকে দেওয়া উপহারের মধ্যে রয়েছে মিষ্টি, কেক ও বিস্কুট। সাধারণ এসব খাবারের বিশেষ বৈশিষ্ট্য হলো, সবগুলো খাবারই তৈরি করা হয়েছে রামনাথ কোবিন্দের বাসভবনে।
ভারতীয় রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাতের বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর জন্য উনি উনার রাষ্ট্রপতি ভবনে নিজেদের তৈরি করা মিষ্টি, কেক এবং বিস্কুট নিয়ে এসেছেন। প্রধানমন্ত্রী যেন নিজে সেগুলো গ্রহণ করেন, সেই অনুরোধ তিনি করেছেন।’
তিনি
শাহরিয়ার আলম জানান, গতবার আম পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী। ভারতের রাষ্ট্রপতি বলেছেন, সেগুলো খুব সুস্বাদু ও মিষ্টি ছিল। এজন্য তিনি বাংলাদেশের সরকারপ্রধানের প্রতি কৃতজ্ঞতা জানান।
এ সময় ভারতের রাষ্ট্রপতি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে যাওয়ায় তাকে ধন্যবাদ জানান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।
সাক্ষাৎকালে ভারতীয় রাষ্ট্রপতি জানান, তিনি প্রথমবারের মতো বাংলাদেশ সফরে এসে অত্যন্ত খুশি। এ সময় রামনাথ কোবিন্দ ও শেখ হাসিনার মধ্যে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
এর আগে বিজয়ের সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর আয়োজনে যোগ দিতে সকালে তিন দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় আসেন ভারতের রাষ্ট্রপতি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।