জুমবাংলা ডেস্ক : ফটোসাংবাদিক এস এম গোর্কিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিনিয়র ফটোগ্রাফার এবং আফরোজা বিনতে মনসুরকে (গাজী লিপি) অ্যাসাইনমেন্ট অফিসার হিসেবে চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে।
Advertisement
আজ বুধবার (২২ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ আদেশ জারি করা হয়েছে।
আলোকচিত্রী এস এম গোর্কিকে গ্রেড-৫-এর সর্বোচ্চ ধাপ অর্থাৎ ৬৯ হাজার ৮৫০ টাকা মূল বেতনে প্রধানমন্ত্রীর জ্যেষ্ঠ ফটোগ্রাফার পদে চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে।
আর আফরোজা বিনতে মনসুরকে (গাজী লিপি) গ্রেড-৯-এর সর্বোচ্চ ধাপ অর্থাৎ ৫৩ হাজার ৬০ টাকা মূল বেতনে প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট অফিসার পদে চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তাঁর সন্তুষ্টি সাপেক্ষে এঁদের নিয়োগ কার্যকর থাকবে বলে আদেশে বলা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।