স্পোর্টস ডেস্ক : পচেফস্ট্রুমে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে ১০৪ রানে উড়িয়ে দিয়ে সেমিফাইনালে নাম লিখিয়েছে বাংলাদেশ। আগামী ৬ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনালে ওঠার লড়াইয়ে নামবে আকবরের অনূর্ধ্ব-১৯ বাংলাদেশ দল। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ যুবদল সেমিফাইনালে ওঠায় তাদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার ভিডিও কলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুবদলের ক্রিকেটারদের সঙ্গে কথা বলেন। বিষয়টি নিশ্চিত করেছেন যুবদলের নির্বাচক হাসিবুল হোসেন।
ক্রিকেটপ্রেমী প্রধানমন্ত্রী পুরো খেলা দেখতে না পারলেও ম্যাচের কিছু অংশ দেখেছেন টিভিতে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দারুণ জয়ের পর আকবরের দলের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন ক্রীড়াপ্রেমী প্রধানমন্ত্রী।
হাসিবুল হোসেন বলেছেন, ‘আমাদের ক্রীড়াপ্রেমী প্রধানমন্ত্রী ফোন করেছিলেন। ওনার ফোন পেয়ে ছেলেরা আপ্লুত। কেউ কেউ তো বিশ্বাস করতে পারছিল না প্রধানমন্ত্রী খেলা দেখেছেন। প্রধানমন্ত্রী ছেলেদের অভিনন্দন জানিয়েছেন। নির্ভয়ে নিউজিল্যান্ডের সঙ্গে সেমিফাইনাল খেলতে বলেছেন। প্রত্যেকের সঙ্গে আলাদা করে পরিচিত হয়েছেন। সাহস ও প্রেরণা জুগিয়েছেন।’
অধিনায়ক আকবরও জানালেন অনুপ্রাণিত হওয়ার কথা, ‘বিশ্বকাপ শুরুর আগেই আমরা আমাদের সেরা প্রস্তুতি নিতে পেরেছি। ৬ তারিখ বড় ম্যাচ, কিন্তু আমরা চাপ নিচ্ছি না। প্রধানমন্ত্রী আমাদের অনুপ্রেরণা জুগিয়েছেন। আমরা আমাদের সেরাটা দিয়ে ম্যাচ জেতার চেষ্টা করবো।’
দক্ষিণ আফ্রিকাকে হারানোর পর শুক্র ও শনি দুইদিনের ছুটি পেয়েছেন আকবর-তামিমরা। শহরের বিভিন্ন স্থানে ঘুরে বেড়িয়েছে পুরো দল। রবিবার থেকে শুরু হবে ফাইনালে যাওয়ার প্রস্তুতি। আগামী ৬ ফেব্রুয়ারি পচেফস্ট্রুমে দ্বিতীয় সেমিফাইনালে লড়বে বাংলাদেশ ও নিউজিল্যান্ড।
ফাইনাল খেলার ব্যাপারে আত্মবিশ্বাসী যুবদলের নির্বাচক হাসিবুল হোসেন, ‘দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ছেলেরা যে ক্রিকেট খেলেছে সেটা যদি ধরে রাখতে পারে, আমি নিশ্চিত করে বলতে পারি ছেলেরা ফাইনাল খেলবে। দারুণ তরতাজা আছে। বেশ প্রাণবন্ত স্কোয়াড। আমাদের ফাইনাল খেলা উচিত।’
এদিকে দেশ ছাড়ার আগে বোর্ড সভাপতি নাজমুল হাসান বলেছিলেন আকবরা সেমিফাইনালে উঠলে তিনি দক্ষিণ আফ্রিকা যাবেন। প্রতিশ্রুতি রাখতে এখন তাকে যেতেই হচ্ছে। বোর্ড সুত্রে জানা গেছে দক্ষিণ আফ্রিকা গিয়ে তিনি আকবরদের সেমিফাইনাল ম্যাচটি দেখবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।