জুমবাংলা ডেস্ক : গত ২২ ডিসেম্বর দেয়াল টপকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রবেশ করার অভিযোগে শেখ রাসেল (২০) নামে এক তরুণকে আটক করেন নিরাপত্তা রক্ষীরা।
বিনাঅনুমতিতে সংরক্ষিত এলাকায় প্রবেশের অপরাধে ওই তরুণের বিরুদ্ধে মামলা করেন তেজগাঁও থানার পুলিশ।
২৬ ডিসেম্বর তেজগাঁও থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মিজানুর রহমান বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে এ মামলা করেন।
ওই তরুণের নাম শেখ রাসেল (২০)। তিনি নেত্রকোনার আটপাড়া থানার মঙ্গলসিদ্ধ পূর্বপাড়া গ্রামের আবদুল লতিফের ছেলে।
প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে দেয়াল টপকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রবেশ করেছিলেন বলে পুলিশকে জানিয়েছেন ওই তরুণ।
শনিবার মামলার তদন্ত কর্মকর্তা এসআই ফারুক খান এক গণমাধ্যমকে বলেন, রাসেলের ভাষ্যমতে– প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে এভাবে বিনাঅনুমতিতে ভেতরে প্রবেশ করেছিলেন তিনি। রাসেল নারায়ণগঞ্জে একটি গার্মেন্টসে চাকরি করেন। তবে তিনি অসংলগ্ন কথাবার্তা বলছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার দেয়াল টপকে ভেতরে প্রবেশের বিষয়টি এখনও বোধগম্য নই আমরা।
অপরাধমূলক কাজের উদ্দেশ্যে দেয়াল টপকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে রাসেল ঢুকেছেন বলে ধারণা করছেন তিনি।
শেখ রাসেলের বিরুদ্ধে করা মামলার এজাহারে বলা হয়েছে, ২২ ডিসেম্বর বেলা সাড়ে ১১টায় তেজগাঁওয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ের তিন ও চার নম্বর গেটের মাঝ বরাবর কাঁঠালগাছে উঠে ভেতরে প্রবেশ করার চেষ্টা করেন শেখ রাসেল। কিন্তু তাতে ব্যর্থ হয়ে নিচে পড়ে আহন হন তিনি। আহত রাসেলকে এসএসএফ (অপারেশন) অফিসে নিয়ে যায়। এর পর তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়ার ব্যবস্থা করেন তেজগাঁও পুলিশের এএসআই মিজানুর রহমান।
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.