জুমবাংলা ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করিয়ে দেওয়ার বিনিময়ে সাত লাখ টাকা দাবি করায় ব্যাংক কর্মকর্তা ফয়সাল হোসেনকে গ্রেপ্তার করেছে শেরেবাংলা নগর থানা পুলিশ। শুক্রবার রাতে ঢাকার মিরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে শেরেবাংলা নগর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ জানান।
গ্রেপ্তার ফয়সাল হোসেনকে আদালতে পাঠিয়ে আজ শনিবার রিমান্ডের আবেদন করার কথা রয়েছে। পুলিশ জানায়, পটুয়াখালী পৌরসভার সাবেক মেয়র আফজাল হোসেনের স্ত্রী শামসুন্নাহারকে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার সুযোগ করে দেয়ার বিনিময়ে সাত লাখ টাকার চুক্তি করেন ফয়সাল।
প্রাথমিকভাবে এক লাখ ৮০ হাজার টাকা আদায়ও করে ফয়সাল। গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সাথে দেখা করেন শামসুন্নাহার। এরপর বাকি টাকার জন্য শামসুন্নাহারকে গণভবন থেকে বের হতে বাধা দেন ফয়সাল। বিষয়টি গণভবনে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের জানান তিনি।
পরে তার বিরুদ্ধে প্রতারণা ও জিম্মির অভিযোগ এনে থানায় মামলা করেন শামসুন্নাহার। ফয়সল বেসিক ব্যাংকের বাবু বাজার শাখায় কর্মরত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।