জুমবাংলা ডেস্ক : প্রধানমন্ত্রীর কথিত সম্পাদক আমি সে নই। আর আমার বিরুদ্ধে অভিযোগও পরিষ্কার নয়।
দুদক কার্যালয়ে জিজ্ঞাসাবাদের পর গণমাধ্যমকর্মীদের একথা বলেছেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী।
তবে দুদক সচিব দিলোয়ার বখত জানিয়েছেন, সুনির্দিষ্ট অভিযোগেই খালিদীর বিরুদ্ধে অনুসন্ধান চলছে। গত ৫ই নভেম্বর এক চিঠিতে তৌফিক ইমরোজ খালিদীকে ১১ই নভেম্বর দুদক কার্যালয়ে উপস্থিত থাকতে অনুরোধ করা হয়।
চিঠিতে বলা হয়, খালিদী নিজে এবং বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের হিসাবে বিপুল টাকা স্থানান্তরের মাধ্যমে অবস্থান গোপন এবং বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডের মাধ্যমে জ্ঞাত আয়ের সাথে অসামঞ্জস্যপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগে তার বক্তব্য জানা প্রয়োজন।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় দুদকের প্রধান কার্যালয়ে অনুসন্ধান কর্মকর্তা ও সংস্থার উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধান জিজ্ঞাসাবাদ করছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।