জুমবাংলা ডেস্ক: আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও শিল্প মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আমির হোসেন আমু বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমুদ্র বিজয় করায় বাংলাদেশ সম্পদশালী হয়েছে।

আমু আরো বলেন, আমাদের দেশের সমুদ্র সম্পদ আহরণের জন্য ইতোমধ্যে দক্ষ জনবল তৈরি করতে বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এই সম্পদ আহরণ করে বাংলাদেশ আরো এগিয়ে যাবে।
আমির হোসেন আমু আজ সকালে জেলা শহরের পুলিশ লাইনসে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশ যাতে এগিয়ে যেতে না পারে, সেজন্য ভবিষ্যত প্রজন্মকে ধ্বংস করতে একটি মহল দেশে মাদক ছড়িয়ে দিচ্ছে। শুধু আইন দিয়ে সবকিছু থামানো যায় না।
তিনি বলেন, মাদক, সন্ত্রাস, জঙ্গি ও দুর্নীতি মুক্ত দেশ গড়তে হলে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। কমিউনিটি পুলিশিং এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি আব্দুল মান্নান রসুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশের বরিশাল রেঞ্জ ডিআইজি মো. শফিকুল ইসলাম।
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. জোহর আলী, জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান ও প্রেস ক্লাব সভাপতি কাজী খলিলুর রহমান।
সভায় স্বাগত বক্তব্য রাখেন পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন।
পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী পুলিশ সদস্যদেও হাতে হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
এর আগে শহরের পেট্রোলপাম্প মোড়ে বেলুন উড়িয়ে ও কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন আমির হোসেন আমু।
সেখান থেকে শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে পুলিশ লাইনসে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।