প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন নিয়ে তামিমের স্ট্যাটাস

তামিম

জুমবাংলা ডেস্ক: নানা কর্মসূচির মধ্যদিয়ে সারা দেশে উদযাপিত হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন। ১৯৪৭ সালের এই দিনে (২৮ সেপ্টেম্বর) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল।

বুধবার (২৮ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুকে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে তামিম লিখেছেন, ‘আপনার নেতৃত্ব, দূরদর্শিতা এবং একনিষ্ঠতা আমাদের সবাইকে অনুপ্রাণিত করে চলেছে। আপনার নেতৃত্বে দেশ আরও এগিয়ে যাবে, সবার মতো এটা আমারও বিশ্বাস। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে জানাচ্ছি জন্মদিনের শুভেচ্ছা।’
তামিম
এছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) প্রধানমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছে।

বর্তমানে যুক্তরাষ্ট্রে সফরে আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ৪ অক্টোবর তার দেশে ফেরার কথা। তার অনুপস্থিতিতেই দিনটি উৎসবমুখর পরিবেশে নানা কর্মসূচির মাধ্যমে পালন করছে তার নেতৃত্বাধীন দল আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগীসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন।

বর্তমান বিশ্বে বেশ কয়েকজন সরকারপ্রধান আছেন, যারা তাদের ক্রীড়াপ্রীতি এবং ক্রীড়ানুরাগী মনের জন্য নিজ নিজ দেশে জাতীয় খেলার সংস্থাগুলোর কর্মকাণ্ডে স্বপ্রণোদিত হয়ে নিয়মিতভাবে পৃষ্ঠপোষকতা ও উৎসাহের মাধ্যমে ক্রীড়াঙ্গনে অবদান রাখছেন। তাদের অন্যতম একজন হলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

খেলাধুলার প্রতি তার গভীর অনুরাগ, মমত্ববোধ এবং ভালোবাসা- ক্রীড়াঙ্গনের পথের ধ্রুবতারা। তিনি ক্রীড়াঙ্গনের একজন মানুষ হিসেবে দেশের সব ক্রীড়াযজ্ঞের পেছনে দাঁড়িয়ে আছেন। স্বপ্নের ক্রীড়াঙ্গন তাকে সব সময় টানে।

বান্দরবান থেকে ট্রেনে ঢাকায় আসার কথা বলেন আলোচিত মরিয়মের মা রহিমা!