বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের অধিকার কর্মী সোনম ওয়াংচুকের একটি ছবি অনলাইনে ছড়িয়ে পড়েছে। ক্যাপশনে দাবি করা হচ্ছে, লাদাখে চলমান সহিংসতার মধ্যে সম্প্রতি তারা সাক্ষাৎ করেছেন। তবে এ দাবিকে ভুয়া ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
বুধবার (১ অক্টোবর) সিএ প্রেস উইং ফ্যাক্টস জানায়, ছবিটি সাম্প্রতিক নয়। অনুসন্ধানে দেখা গেছে, সোনম ওয়াংচুক নিজেই ২০২০ সালের ৮ ফেব্রুয়ারি ছবিটি তার অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশ করেছিলেন।
প্রেস উইং আরও জানায়, ছবিটি তোলার সময় (২০২০ সালে) অধ্যাপক মুহাম্মদ ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেননি। তিনি ২০২৪ সালের আগস্টে এই পদে শপথ নেন।
তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবির সঙ্গে যুক্ত হিন্দি ভাষার ক্যাপশন ও ইংরেজি অনুবাদে দাবি করা হয়েছে, “এটি ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীদের খেলা এবং তাদের এজেন্টদের ষড়যন্ত্র।”
সিএ প্রেস উইং স্পষ্ট করেছে, ছবিটি পুরনো এবং ২০২৫ সালের সেপ্টেম্বরে লাদাখে সংঘটিত সহিংসতার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। এটি বিভ্রান্তিমূলক প্রচারণা ছাড়া আর কিছু নয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।