পিরোজপুরে নৃশংস হামলার শিকার হয়েছেন জুজখোলা সম্মিলিত বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল মিত্র (৫০)। দুর্বৃত্তদের এলোপাতাড়ি মারধরে তার দুই পা ও ডান হাত ভেঙে যায়। সহকারী শিক্ষক অসীম কুমারও (৪৬) আহত হয়েছেন এ ঘটনায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং একজনকে আটক করেছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে। বিদ্যালয় শেষে প্রধান শিক্ষক বিপুল মিত্র ও সহকারী শিক্ষক অসীম কুমার মোটরসাইকেলে পিরোজপুর শহরে ফিরছিলেন। পথে পিরোজপুর–নাজিরপুর সড়কের ঝারঝারিয়াতলা এলাকায় ৭-৮ জন দুর্বৃত্ত তিন–চারটি মোটরসাইকেলে এসে তাদের পথরোধ করে। এরপর তারা বিপুল মিত্রকে এলোপাতাড়ি পেটাতে থাকে এবং একপর্যায়ে তার দুই পা ও ডান হাত ভেঙে দেয়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হওয়ায় প্রধান শিক্ষক বিপুল মিত্রকে ঢাকার অর্থোপেডিক হাসপাতালে পাঠানো হয়েছে। সহকারী শিক্ষক অসীম কুমারকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
পিরোজপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রঞ্জন কুমার জানান, বিপুল মিত্রকে দুই পা ও ডান হাত ভাঙা অবস্থায় আনা হয়েছিল।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এলিজা জামান বলেন, “ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে আমি প্রধান অতিথি হিসেবে ছিলাম। দুপুরে অনুষ্ঠান শেষে বাড়ি ফিরি, আর বিকেলে এমন নৃশংস হামলার খবর পাই।”
পিরোজপুর সদর থানার ওসি মো. রবিউল ইসলাম জানান, ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জিজ্ঞাসাবাদের জন্য ১নং শিকদার মল্লিক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান চাঁনকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।