প্রবাসী ভোটারদের জন্য আগামী ১৬ নভেম্বর নির্বাচনী অ্যাপ উন্মুক্ত করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।
বুধবার (২২ অক্টোবর) উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্বাচন ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, ‘এই অ্যাপের মাধ্যমে বিদেশে থাকা ভোটাররা রেজিস্ট্রেশন করতে পারবেন। সেখানে ব্যালট পেপার থাকবে, যেখানে তারা ভোট দিতে চান কি না—সে বিষয়ে হ্যাঁ বা না নির্বাচন করতে পারবেন।’
নির্বাচন কমিশনার আরও বলেন, এবারের জাতীয় নির্বাচন হবে দেশের ইতিহাসে একটি দৃষ্টান্তমূলক নির্বাচন। এজন্য নির্বাচন কমিশন ইতিমধ্যেই প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে।
অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তাদের উদ্দেশে বলেন, নির্বাচনের দায়িত্ব পালনের সময় কোনো চাপের কাছে নতি স্বীকার করা যাবে না। নির্বাচন কমিশনও কোনো বেআইনি নির্দেশনা দেবে না এবং আইন অনুযায়ীই সব সিদ্ধান্ত নেওয়া হবে।
সিইসি বলেন, ‘আইনের প্রতি শ্রদ্ধা না থাকায় দেশের এই অবস্থা তৈরি হয়েছে। পরিস্থিতি বদলাতে হলে সবাইকে আইনের শাসনে বিশ্বাস রাখতে হবে। আমরা চাই রুল অব ল, রুল বাই ল নয়।’
তিনি আরও বলেন, ‘নির্বাচনকালীন সময়ে যেই দায়িত্বই আসুক না কেন, তা নিরপেক্ষভাবে, পেশাদারিত্বের সঙ্গে এবং আইন মেনে পালন করতে হবে।’ একই সঙ্গে তিনি যেকোনো সংকট মোকাবিলায় মানসিকভাবে প্রস্তুত থাকার আহ্বান জানান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।