২০২৩ সালের এসএসসি বা সমমান পাস এবং ২০২২ সালের এইচএসসি বা সমমান পাস ও অধ্যয়নরত মেধাবী শিক্ষার্থীদের প্রবাসী কর্মীর সন্তানদের শিক্ষাবৃত্তির আবেদন আহবান করেছে সরকারের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড।
বাংলাদেশ সরকারের বিএমইটির ডাটাবেইসের মাধ্যমে বহির্গমন ছাড়পত্র গ্রহণকারী অথবা ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মেম্বারশিপ গ্রহণকারী প্রবাসীর সন্তান অথবা ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড থেকে আর্থিক অনুদান পেয়েছে বা পাবে এমন মৃত প্রবাসী কর্মীর সন্তানরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবে।
সঙ্গে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে ২০২৩ সালের এসএসসি বা সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে প্রবাসে কর্মরত সন্তানের ক্ষেত্রে জিপিএ ৫ এবং প্রবাসে মৃত কর্মীর সন্তানের ক্ষেত্রে জিপিএ ৪। একই পরীক্ষায় মানবিক ও বাণিজ্য বিভাগের প্রবাসে কর্মরত সন্তানের ক্ষেত্রে জিপিএ ৪.৭৫ এবং প্রবাসে মৃত কর্মীর সন্তানের ক্ষেত্রে জিপিএ ৪ থাকতে হবে।
এইচএসসি বা সমমান ক্যাটাগরিতে মনোনীত স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের স্নাতক পাস তিন বছর, স্নাতকের (সম্মান) জন্য চার বছরের এবং মেডিক্যালের শিক্ষার্থীর জন্য পাঁচ বছরের জন্য শিক্ষাবৃত্তি দেওয়া হবে।
বৃত্তির জন্য অনলাইনে আবেদন ফরম পাওয়া যাবে (http://stipen.wewb.gov.bd/stipen) এই ওয়েবসাইটে। প্রয়োজনীয় ডকুমেন্টসহ অনলাইনে আবেদন দেওয়া যাবে ৩১ জানুয়ারি পর্যন্ত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।