বিশ্বের বিভিন্ন দেশে থাকা লাখ লাখ বাংলাদেশি প্রবাসী এবারই প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। পোস্টাল ব্যালটের মাধ্যমে এসব ভোট গ্রহণ করবে নির্বাচন কমিশন (ইসি)।

এ জন্য প্রবাসীদের নিবন্ধন বাধ্যতামূলক, আর সেই নিবন্ধন প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। নিবন্ধনের জন্য ‘পোস্টাল ভোট বিডি’ নামের অ্যাপ উন্মুক্ত করেছে ইসি।
গতকাল মঙ্গলবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন অ্যাপটির উদ্বোধন করেন। এরপর থেকেই নিবন্ধনের সুযোগ খুলে দেওয়া হয়েছে। আগ্রহীরা ‘গুগল প্লে স্টোর’ বা ‘অ্যাপল স্টোর’-এ গিয়ে ‘Postal Vote BD’ সার্চ করে অ্যাপটি ডাউনলোড করে সাতটি ধাপে নিবন্ধন সম্পন্ন করতে পারবেন।
আজ (বুধবার) থেকে বিশ্বব্যাপী বিভিন্ন অঞ্চলে পাঁচ দিন করে নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন করতে পারবেন প্রবাসীরা। এই প্রক্রিয়া চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত। এরপর দেশের ভেতরে বিশেষ তিন ধরনের নাগরিক এবং বাদ পড়া প্রবাসীদের জন্য ১৯ থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধনের সুযোগ থাকবে।
কীভাবে নিবন্ধন করবেন
উদ্বোধনী অনুষ্ঠানে আইটি–নির্ভর পোস্টাল ভোটিং ব্যবস্থার বিভিন্ন দিক তুলে ধরেন ‘ওসিভি–এসডিআই’ প্রকল্পের টিম লিডার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সালীম আহমাদ খান। তিনি জানান, প্রবাসীরা যে দেশে অবস্থান করছেন, সেই দেশের ঠিকানাই নিবন্ধনের জন্য ব্যবহার করতে হবে। প্রবাসে ব্যবহৃত ফোন নম্বরই হবে ‘ইউজার নেম’।
বাংলাদেশে বসে বা অন্য কোনো দেশে বসে অন্য দেশের নামে নিবন্ধনের সুযোগ নেই। সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে বহুপক্ষীয় সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে।
তিনি আরও বলেন, অ্যাপে ধাপে ধাপে নির্দেশনা, ভিডিও টিউটোরিয়াল ও হেল্পলাইন থাকবে, যা ব্যবহারকারীদের পুরো প্রক্রিয়া অনুসরণে সহায়তা করবে। নিবন্ধন সম্পন্ন করতে ৫ থেকে ১০ মিনিট সময় লাগতে পারে। নিবন্ধিত প্রবাসীদের জন্য পৃথক ভোটার তালিকা প্রস্তুত করা হবে। তবে প্রবাসে নিবন্ধন করে দেশে এসে ভোট দেওয়া যাবে না।
নিবন্ধন প্রতিটি অঞ্চলে বাংলাদেশ সময় অনুযায়ী রাত ১২টা ১ মিনিটে শুরু হয়ে পঞ্চম দিনের রাত ১১টা ৫৯ মিনিটে শেষ হবে।
কোন অঞ্চলে কবে নিবন্ধন
ইসির নির্ধারিত সময়সূচি অনুযায়ী—
মধ্য এশিয়া, লাতিন আমেরিকা ও আফ্রিকা: ১৯–২৩ নভেম্বর
উত্তর আমেরিকা ও ওশেনিয়া: ২৪–২৮ নভেম্বর
ইউরোপ: ২৯ নভেম্বর–৩ ডিসেম্বর
সৌদি আরব: ৪–৮ ডিসেম্বর
দক্ষিণ ও দক্ষিণ–পূর্ব এশিয়া: ৯–১৩ ডিসেম্বর
সৌদি ছাড়া মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ: ১৪–১৮ ডিসেম্বর
তালিকায় নেই এমন দেশ ও সময়মতো নিবন্ধন করতে না পারা প্রবাসীরা: ১৯–২৩ ডিসেম্বর
সামনে এলো ভরপুর মাস্তি নিয়ে নতুন ওয়েব সিরিজ, ভুলেও কারও সামনে দেখবেন না
উল্লেখ্য, সব মিলিয়ে ১৪৩টি দেশের প্রবাসী বাংলাদেশি নাগরিকরা ৪০ দিনব্যাপী এ নিবন্ধন প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



