
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিরা অ্যাপের মাধ্যমে পোস্টাল ভোট দেবেন। মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন আনুষ্ঠানিকভাবে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ উদ্বোধন করেন।
আজ বুধবার (২০ নভেম্বর) থেকে শুরু হয়েছে প্রবাসীদের নিবন্ধন। নিবন্ধন সম্পন্ন হলে নির্বাচন কমিশন সরাসরি ভোটারের কাছে প্রতীকসহ ব্যালট পেপার পাঠাবে। ভোটাররা ব্যালটে টিক বা ক্রস চিহ্ন দিয়ে ভোট দিতে পারবেন, এবং ব্যালটে ‘না’ ভোটের অপশনও থাকবে। কোনো আসনে একমাত্র প্রার্থী থাকলে কেবল সেই আসনের ভোটাররাই ‘না’ ভোট দিতে পারবেন।
ইসির সিদ্ধান্ত অনুযায়ী, প্রবাসীরা ১৮ ডিসেম্বর পর্যন্ত ধাপে ধাপে নিবন্ধনের সুযোগ পাবেন। অঞ্চলভেদে সময়সীমা নিচের মতো—
পূর্ব এশিয়া, দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার ৫২ দেশ: নিবন্ধন ১৯–২৩ নভেম্বর
উত্তর আমেরিকার ১৪ দেশ ও ওশানিয়ার ২ দেশ: ২৪–২৮ নভেম্বর
ইউরোপের ৪২ দেশ: ২৯ নভেম্বর–৩ ডিসেম্বর
মধ্যপ্রাচ্যের সৌদি আরব: ৪–৮ ডিসেম্বর
নির্বাচন কমিশন বলছে, এই উদ্যোগ প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার প্রয়োগে নতুন অধ্যায় খুলে দেবে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, ব্যালট পেপার পাঠানো হবে একটি বিশেষ খামে, যার সঙ্গে সংযুক্ত থাকবে একটি ঘোষণাপত্র। ভোট দেওয়ার পাশাপাশি সেই ঘোষণাপত্রেও স্বাক্ষর করতে হবে ভোটারকে। তিনি নিজেই নিশ্চিত করবেন যে ব্যালটে ভোট তিনিই প্রদান করেছেন।
যদি কোনো ভোটার ব্যালট পেপার পাঠালেও ঘোষণাপত্রে স্বাক্ষর না করেন, সে ক্ষেত্রে রিটার্নিং কর্মকর্তা ওই ভোটকে বাতিল হিসেবে গণ্য করবেন। প্রবাসীদের পাশাপাশি এবার পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন নির্বাচনী দায়িত্বে নিয়োজিত সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং দেশের ৭১টি কারাগারের বন্দি ও কয়েদিরা। তাদের জন্যও পৃথক নিবন্ধন প্রক্রিয়া চালু করবে নির্বাচন কমিশন।
ইসির অতিরিক্ত সচিব ও প্রবাসী ভোটার প্রকল্পের পরিচালক কে এম আলী নেওয়াজ বিবিসি বাংলাকে জানান, মনোনয়নপত্র দাখিল, বাছাই ও প্রত্যাহারের পর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হলে অ্যাপে সংশ্লিষ্ট আসনের প্রার্থী তালিকা দেখা যাবে। ভোটাররা অ্যাপে ১১৯টি প্রতীকের মধ্যে পছন্দের প্রতীক শনাক্ত করে ব্যালটে টিক বা ক্রস চিহ্ন দেবেন।
প্রবাসী ভোটার প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান জানান, ভোটদান শেষে ব্যালটটি রিটার্ন খামে ভরে নিকটস্থ পোস্ট অফিসে পাঠাতে হবে। ডাকমাশুল আগেই প্রদান করা থাকবে, তাই খামটি সরাসরি বাংলাদেশে নির্ধারিত ঠিকানায় পৌঁছে যাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



