জুমবাংলা ডেস্ক: ঐক্য ন্যাপের সভাপতি ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক পঙ্কজ ভট্টাচার্য মারা গেছেন। রবিবার দিবাগত রাত ১২টা ২৮ মিনিটে রাজধানীর হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
হেলথ অ্যান্ড হোপ হাসপাতালের চিকিৎসক লেনিন চৌধুরী জানান, হাসপাতালে ডা. অধ্যাপক কামরুল হুদার অধীনে পঙ্কজ ভট্টাচার্যের চিকিৎসা চলছিল।
৮৩ বছর বয়সী পঙ্কজ ভট্টাচার্য শ্বাসকষ্টের সমস্যা নিয়ে গত ১৭ এপ্রিল হাসপাতালে যান। এরপর তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। গত শনিবার সকাল ৮টার দিকে তার কার্ডিয়াক অ্যারেস্ট হয়। পরে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। এরপর গতকাল রাতে লাইফ সাপোর্ট খুলে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়।
পঙ্কজ ভট্টাচার্য ১৯৩৯ সালের আগস্টে জন্মগ্রহণ করেন। তার বেড়ে ওঠা চট্টগ্রামের রাউজানের নোয়াপাড়া গ্রামে। তার বাবা ছিলেন একজন স্কুল শিক্ষক। পঙ্কজ ভট্টাচার্য বামপন্থি রাজনীতিবিদ ছিলেন। মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।