
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি করোনা ভাইরাসের অতি সংক্রামক নতুন ধরন ঠেকাতে ‘প্রবেশ নিষেধাজ্ঞা’ তুলে নিয়েছে সৌদি আরব। যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকাসহ কয়েকটি দেশে করোনা ভাইরাসের নতুন একটি ধরন ছড়িয়ে পড়ার পর গত মাসে এ নিষেধাজ্ঞা আরোপ করেছিল দেশটি।
সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা (এসপিএ) জানিয়েছে, রবিবার থেকে সাগর, স্থল ও আকাশপথে ফের দেশটিতে প্রবেশ করা যাবে।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকাসহ যেসব দেশে করোনার নতুন ধরনটি ছড়িয়েছে সেসব দেশের নাগরিকদের সৌদি আরবে প্রবেশের আগে অন্তত ১৪ দিন ওই দেশগুলোর বাইরে অবস্থান করতে বলা হয়েছে।
তবে প্রবেশে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও করোনা ভাইরাসজনিত কিছু বিধিনিষেধ বজায় রাখা হয়েছে বলে বলে জানান তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।