বিনোদন ডেস্ক: অভিনেতা নানা পাটেকরের বিরুদ্ধে মিটু মামলায় প্রমাণের অভাবে ‘বি সামারি’ রিপোর্ট পেশ করল পুলিশ। গত ১২ জুন মুম্বাইয়ের ওশিওয়ারা থানার পুলিশ মুম্বাইয়ের আন্ধেরির মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে এই ‘বি সামারি’ রিপোর্ট জমা দেয়। এই রিপোর্টের অর্থ পুলিশ অভিযুক্তের বিপক্ষে কোনও প্রমাণ জোগাড় করতে পারেনি যার ওপর ভিত্তি করে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া যায়।
তবে অভিনেত্রী তনুশ্রী দত্ত পুলিশের এই রিপোর্ট মানতে নারাজ। ম্যাজিস্ট্রেট তনুশ্রীকে পুলিশের রিপোর্টের জবাব তলব করেছেন। শনিবার তনুশ্রীর আইনজীবী জানান তাঁরা পুলিশের রিপোর্টের বিরোধিতা করছে। তিনি বলেন, “আদালত আমাদের কিছুদিন সময় দিয়েছে। আমরা পুলিশের বি সামারি রিপোর্টের বিরুদ্ধে হলফনামা পেশ করব। ৭ সেপ্টেম্বর মামলার শুনানির দিন ধার্য হয়েছে।”
২০১৮ অক্টাবর মাসে নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনেন তনুশ্রী দত্ত। তাঁর অভিযোগ ছিল ২০০৮ সালে ‘হর্ন ওকে প্লিজ’ ছবির একটি গানের শুটিং-এর সময় তনুশ্রীকে আপত্তিকরভাবে স্পর্শ করার চেষ্টা করেন। এরপরই তিনি শুটিং সেট ছেড়ে বেরিয়ে যান। তনুশ্রীর এই অভিযোগের মাধ্যমেই বলিউডে #MeToo মুভমেন্ট শুরু হয়েছিল।
তনুশ্রীর অভিযোগের ভিত্তিতেই নানা পাটেকর ছাড়াও নাচের কোরিওগ্রাফার গনেশ আচারিয়া, ছবির প্রযোজক সামি সিদ্দিকী এবং রাকেশ সারাঙ্গের ওপর অভিযোগ দায়ের হয়েছিল। এই বি সামারি রিপোর্টের ভিত্তিতে সব অভিযোগ থেকে মুক্তি পান তাঁরা।
ভারতীয় দন্ড বিধির ৩৫৪ এবং ৫০৯ ধারায় অভিযোগ দায়ের করা হয় তাঁদের ওপর। কিন্তু এখনও পর্যন্ত কাউকে এই কেসে গ্রেফ্তার করা হয়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।