স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে বৃহস্পতিবার (০২ ডিসেম্বর) রাতে আর্সেনালের বিপক্ষে রোনালদোর জোড়া গোলে ৩-২ ব্যবধানে জয় পায় ম্যানচেস্টার ইউনাইটেড। গানার্সদের বিপক্ষে জোড়া গোল করে ৮০০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন সিআরসেভেন। আর তাতেই প্রশংসায় ভাসছেন পর্তুগিজ তারকা রোনালদো।
ইংলিশ প্রিমিয়ার লিগের মিড উইক ম্যাচে আর্সেনালের বিপক্ষে নিজ মাঠ ওল্ড ট্রাফোর্ডে নেমেছিল রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেড। শুরুতেই পিছিয়ে পরেও এক মুহূর্তে ড্রয়ের শঙ্কা জেগেছিল ম্যাচটি। তবে শেষ মুহূর্তে পেনাল্টি পায় ইউনাইটেড। আর সেখান থেকে গোল করতে ভুল করেন নি রোনালদো। আর তাতেই ৩-২ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ইউনাইটেড।
এই জয়ের পর রেকর্ডের বইয়ে নাম লেখান রোনালদো। ৮০০ গোলের মাইলফলক ছুঁয়েছেন তিনি। ক্লাব ও আন্তর্জাতিক ফুটবল মিলিয়ে তার গোল সংখ্যা এখন ৮০১ টি।
রোনালদো স্পোর্টিং লিসবন, ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও য়্যুভেন্তাসের হয়ে ৬৮৬টি ক্লাব গোল করেছেন এবং জাতীয় দল পর্তুগালের জার্সিতে করেছেন ১১৫ গোল। সবচেয়ে বেশি আন্তর্জাতিক গোলের মালিক রোনালদোর পেছনে আছেন পেলে। তার গোল সংখ্যা ৭৬৯। সমান ৭৬১ গোল নিয়ে নিয়ে পরের স্থানে যথাক্রমে আছেন রোমারিও ও ফেরেঙ্ক পুসকাস। রোনালদোর চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকে গোলসংখ্যা ৭৫৬টি। এমন অর্জনের পর সিআর সেভেনকে প্রশংসায় ভাসিয়ে দিচ্ছেন সাবেক ফুটবলাররা।
সাবেক ইংলিশ ফরোয়ার্ড গ্যারি লিনেকার টুইটারে লিখেছেন, ‘সে সন্দেহাতীতভাবে ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড়দের একজন। অবিশ্বাস্য একজন খেলোয়াড়।’ সাবেক ফরাসি সুপারস্টার থিয়ের অঁরি বলেছেন, ‘৮০০ গোলের রেকর্ড ভাঙতে দুই বার জন্মাতে হবে।’
এদিকে প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতা অ্যালান শিয়েরার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে লিখেছেন, ‘চূড়ায় পৌঁছানো খুব কঠিন, কিন্তু সেখানে নিজের জায়গা ধরে রাখাও কঠিন। প্রতিদিন সকালে উঠে আবার প্রস্তুত হতে হবে নিজের কাজটা করার জন্য। সারা বিশ্ব প্রতি সপ্তাহেই এমন একজন তারকার পারফর্ম করতে দেখার জন্য তাকিয়ে থাকে। সে যা করেছে তা অসাধারণ।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।