ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ‘প্রশান্তি ভব’ মৌসুম-১

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের মার্শাল আর্ট ‘ব্যুত্থান’ এর দর্শন ও শিক্ষা দ্বারা মনো-দৈহিক সংযোগ ও সুস্বাস্থ্য চর্চার উদ্দেশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যুত্থান ক্লাবের আয়োজনে ২৩ ও ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছে চালচিত্র নিবেদিত ‘প্রশান্তি ভব’ বজ্রপ্রাণ ব্যায়াম ও ধ্যান কর্মশালা মৌসুম-১।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সেমিনার কক্ষে আয়োজিত এই কর্মশালায় ৩০ জন প্রশিক্ষণার্থী অংশ নেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যুত্থান ক্লাবের সভাপতি ও প্রশিক্ষক শাকিল বোরহান প্রিন্স কর্মশালার প্রথম দিন অনুষ্ঠানের উদ্বোধন করেন এবং বজ্রপ্রাণ ব্যায়াম ও ধ্যান সম্পর্কে বিস্তারিত ধারণা দেন। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যুত্থান কেন্দ্রীয় কমিটির সদস্য ও ব্যুত্থান রামপুরা শাখার প্রধান প্রশিক্ষক হাসান মিলন।

প্রশিক্ষক শাকিল বোরহান প্রিন্স বলেন, ‘বজ্রপ্রাণ যোগ ব্যায়াম এর একটি আধুনিক সংস্করণ। শরীরের অঙ্গ প্রত্যঙ্গের বিশেষ এক গতীয় অবস্থায় ধ্যানের মাধ্যমে মূলত দেহ ও মনের মধ্যে ভারসাম্য অর্জন করতে শেখায় বজ্রপ্রাণ। একই সাথে শক্তি ধারার সাথে একাত্ম হওয়া বজ্রপ্রাণ চর্চার আরো একটি দিক।

কর্মশালার দ্বিতীয় দিনে সমাপনী অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যুত্থান ক্লাবের সাধারণ সম্পাদক সুপ্রিয় সাহা। চালচিত্রের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন মো. রিয়াদ হোসেন। তিনি সুস্থ দেহ ও প্রশান্ত মনের সংযোগের ওপর আলোকপাত করেন।

শৃঙ্খলা ও যুগপৎ উৎসাহের মধ্যে দিয়ে অন্তরের সীমাহীন শক্তিকে অর্জন করে সজীব, সতেজ, প্রাণবন্ত ও কর্মচঞ্চল জীবনযাপন করার লক্ষ্যে কর্মশালাটি সম্পন্ন হয়।