বিনোদন ডেস্ক : টলিউড (Tollywood) সুপারস্টার প্রসেনজিৎ চ্যাটার্জীর (Prasenjit Chatterjee) ফ্যানবেস সোশ্যাল মিডিয়াতে প্রচুর। তাকে একঝলক দেখার জন্য মুখিয়ে থাকেন তার ভক্তরা। প্রসেনজিতের পাশাপাশি তার বাড়িটিকে নিয়েও নেটিজেনদের আগ্রহ কিছু কম নয়। কলকাতা শহরের বুকেই অবস্থিত প্রসেনজিতের রাজপ্রাসাদ, যা দেখলে জুড়িয়ে যাবে চোখ। চলুন আজ বরং ঘুরে দেখা যাক প্রসেনজিতের বাড়ির অন্দরমহল।
কলকাতার বালিগঞ্জে এক বিশাল এলাকা জুড়ে অবস্থিত প্রসেনজিতের বাড়ি। তার বাড়ির নাম উৎসব। বাড়ির প্রধান ফটক পেরিয়ে রয়েছে কয়েক ফুটের বড় রাস্তা। সেই রাস্তা পেরোলে তবেই ‘ইন্ডাস্ট্রি’ প্রসেনজিতের সুদৃশ্য রাজপ্রাসাদের মত বাড়ির সামনে আসা যায়। তবে তার আগে অবশ্যই চোখে পড়বে সাজানো বিশাল বাগান। বাড়ির প্রবেশ পথের ঠিক পরেই রয়েছে এই বাগানটি।
প্রসেনজিতের বাড়ির প্রধান আকর্ষণই হলো তার এই বাগান। এখানে ছোট-বড় মিলিয়ে হরেক রকমের গাছ রয়েছে। অসংখ্য ফুল গাছ, বড় বড় বেশ কয়েকটি গাছ আর সুবিশাল মাঠ, দেখলে এক নজরে চোখ জুড়িয়ে যাবে। বাড়ির একতলাতেই অতিথিদের বসানোর জন্য ব্যবস্থা রয়েছে। সেই সঙ্গে প্রসেনজিতের অফিস রুমটাও একতলাতেই রয়েছে।
একতলার এই বাগানঘেষা অফিস রুমে বসেই তিনি সিনেমার স্ক্রিপ্ট শোনেন, কাজ নিয়ে কথাবার্তা বলেন। আসলে প্রকৃতির সংস্পর্শে থাকতে পছন্দ করেন প্রসেনজিৎ। তাই বাগানটিকে নিজের মনের মত করে সাজিয়েছেন তিনি। সারাদিনের ক্লান্তি নিয়ে যখন রাতের দিকে বাগানে এসে বসেন তখন নাকি প্রাকৃতিক শোভাতে তার মনের ক্লান্তি দূর হয়ে যায়।
বাগান পেরিয়ে প্রসেনজিতের বাড়িতে ঢুকলে দেখা যায় গোটা একতলা জুড়ে ঘরময় থরে থরে সাজানো রয়েছে প্রসেনজিতের বিভিন্ন অনুষ্ঠান থেকে পাওয়া বিভিন্ন পুরস্কার। সেই সঙ্গে তিনি যে যে ছবিতে কাজ করেছেন তার মধ্যে থেকে বেশ কিছু ছবির পোস্টার বাঁধিয়ে টাঙ্গানো রয়েছে দেওয়ালে। প্রসেনজিতের অফিস রুমের ঠিক পাশেই রয়েছে তার স্টাডি রুম। সেখানে দেওয়ালের সঙ্গে অ্যাটাচড আলমারিতে থরে থরে সাজানো রয়েছে বিভিন্ন বই।
প্রসেনজিতের বাড়ির বসার ঘরে রয়েছে বড় বড় জানলা। এই জানলা দিয়ে বাইরে তাকালেই সবুজে ঘেরা বাগান নজরে পড়বে। জানলা দিয়ে রোজ সকালে পর্যাপ্ত আলো এসে ঢোকে ঘরের মধ্যে। এভাবেই কংক্রিটের শহরে সবুজে ঘেরা ছোট্ট একটা রাজপ্রাসাদ নিজের মনের মত করে গড়ে নিয়েছেন প্রসেনজিৎ। এই বাড়িতেই থাকেন তিনি, তার স্ত্রী অর্পিতা চ্যাটার্জী, ছেলে তৃষাণজিৎ এবং পোষ্যরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।