
জুমবাংলা ডেস্ক: রাষ্ট্রপতি আবদুল হামিদ বৃহস্পতিবার ২০২০-২১ অর্থবছরের জাতীয় বাজেট এবং ২০১৯-২০ এর জন্য সংশোধিত বাজেটে অনুমোদন দিয়েছেন। খবর ইউএনবি’র।
জাতীয় সংসদ ভবনে নিজ কার্যালয়ে দুপুর ২টা ৫০ মিনিটের দিকে তিনি এ বাজেট অনুমোদন করেন।
এসময় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান এবং অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরডি) সিনিয়র সচিব আবু হেনা মো. রহমতুল মুনিম, অর্থ বিভাগের সচিব আবদুর রউফ তালুকদার এবং সংশ্লিষ্ট সচিবসহ অন্যরা উপস্থিত ছিলেন।
এর আগে, রাষ্ট্রপতিকে সংসদ কমপ্লেক্সে স্বাগত জানান ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।
রাষ্ট্রপতি সংসদের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মতবিনিময় করেন, যেখানে তিনি বেশ কয়েকবার স্পিকার, ডেপুটি স্পিকার এবং নির্বাচিত এমপি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
পরে সংসদের প্রেসিডেন্ট বক্সে কিছু সময় কাটান তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।