বিনোদন ডেস্ক: ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা । অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়েই তার ভক্ত-অনুরাগীরা বেশি কৌতূহলী। লাস্যময়ী এই অভিনেত্রীর কাজল কালো চোখে তাকিয়ে যেমন দর্শকের হৃদয়ে জায়গা করে নেন, আবার মিষ্টি হেসে কথা বলে উড়িয়ে নেন ভক্তদের মন। দীর্ঘ ক্যারিয়ারে নানা আলোচনা-সমালোচনার মাঝে তিনি এখনো নিজেকে ধরে রেখেছেন। নিয়মিত কাজ করে যাচ্ছেন।
কাজের ফাঁকে সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় প্রভা। প্রতিনিয়ত ছবি পোস্ট করে ভক্তদের মাতিয়ে রাখেন। ডুবিয়ে রাখেন তার রূপ আর গুণের মোহে। অবশ্য ভক্তরা তার কোনো ছবিতেই মন্তব্য করার সুযোগ পায় না। কারণ তিনি সেই অপশন বন্ধ করে রাখেন।
শহরে এখন শীত শীত আমেজ। রাত বাড়তেই জানালায় উঁকি দেয় কুয়াশা। কাঁথা-কম্বল এখন সবার নিত্যসঙ্গী। অবশ্য শীতপোশাক পরে চলাফেরার মতো তাপমাত্রা এখনো আসেনি।
এই হালকা শীতে নিজেকে প্রস্তুত করছেন প্রভা। আসছে পৌষ-মাঘের শীতের জন্যই তার প্রিপারেশন। অতি সম্প্রতি সোশ্যাল হ্যান্ডেলে একটি আকর্ষণীয় ছবি পোস্ট করে এমনটা বলেছেন অভিনেত্রী। ছবিতে তাকে দেখা যাচ্ছে, কালো টপসের সঙ্গে জিনস পরে আছেন। কাঁধের এক পাশে ঝুলছে ব্যাগ, অপর প্রান্তে খোলা চুল জায়গা করে নিয়েছে।
হাস্যোজ্বল ছবিটির ক্যাপশনে প্রভা লিখেছেন, ‘শীতের পূর্ব প্রস্তুতি’। আপলোডের ১৮ ঘণ্টা পর ছবিটিতে লাইকের সংখ্যা ২৩ হাজার ছাড়িয়ে গেছে।
প্রভা সম্প্রতি অভিনয় করেছেন একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে। যেটার নাম ‘পারফর্মার’। তাসমিয়াহ আফরিন মৌ পরিচালিত এই প্রোজেক্টে প্রভার সঙ্গে আছেন মৌটুসী বিশ্বাস। এছাড়া কিছু দিন আগেই গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেছেন প্রভা। মৌসুমী ভৌমিকের গাওয়া ‘আমি শুনেছি সেদিন তুমি’ গানটি কাভার করে নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন অভিনেত্রী। সাড়াও পেয়েছেন দারুণ।
কয়েকদিন আগেই শোবিজের গুঞ্জন, বিয়ে করে সংসারী হতে চলেছেন প্রভা। চুপিচুপি নাকি বাগদানও সেরেছেন। এ নিয়ে কয়েকটি গণমাধ্যমে সংবাদও প্রকাশ করেছে।
সত্যিই ফের সঙ্গী বেছে নিয়েছেন প্রভা? কে তিনি? শোবিজেরই কেউ? নাকি অন্য কোনো ভূবনের!
এমন সব প্রশ্ন আর গুঞ্জনকে একপ্রকার থামিয়েই দিলেন প্রভা। এ নায়িকা জানালেন, বাগদান বা বিয়ের প্রস্তুতি কিছুই ঘটেনি তার।
গুঞ্জনটি নিয়ে এক গণমাধ্যমকে বলেন, ‘এখনো এমন কাউকে খুঁজে পাইনি যে জীবনসঙ্গী হিসেবে বেছে নেব। যাকে নিয়ে নতুন করে জীবন শুরু করতে পারি তার খোঁজ মেলেনি এখনো। আপাতত বিয়ের কোনো পরিকল্পনা নেই। কোনো রকম প্রেম, ভালোবাসার মধ্যেও নেই আমি এখন। যে সকল সংবাদ মাধ্যম আমরা বাগানের সংবাদ প্রকাশ করেছেন। আসলেই সেটা সত্য নয়। আর আমি বিয়ে করলে সবাইকে জানিয়ে করব। আপাতত আমি আমার বাবা-মাকে নিয়েই ভালো আছি।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।