Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home প্রস্তুত পূর্বাচল ৩০০ ফুট এক্সপ্রেসওয়ে, চোখ ধাঁধানো উদ্বোধনের অপেক্ষা
    জাতীয়

    প্রস্তুত পূর্বাচল ৩০০ ফুট এক্সপ্রেসওয়ে, চোখ ধাঁধানো উদ্বোধনের অপেক্ষা

    জুমবাংলা নিউজ ডেস্কJanuary 6, 20235 Mins Read

    প্রস্তুত পূর্বাচল ৩০০ ফুট এক্সপ্রেসওয়ে, চোখ ধাঁধানো উদ্বোধনের অপেক্ষা

    Advertisement

    শামীম আহমেদ : দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম দৃষ্টিনন্দন সড়ক ‘পূর্বাচল ৩০০ ফুট এক্সপ্রেসওয়ে’ এখন আর স্বপ্ন নয়। ভৌত অবকাঠামোর অধিকাংশ কাজ সম্পন্ন হয়ে গেছে। চলছে শেষ সময়ের সৌন্দর্যবর্ধন ও খুঁটিনাটি কাজ। এরই মধ্যে খুলে দেওয়া হয়েছে বেশির ভাগ লেন। ১৪টি লেনবিশিষ্ট দেশের সবচেয়ে চওড়া ও দ্রুতগতির সড়কটি দিয়ে দিন-রাত শাঁ শাঁ করে ছুটে চলছে যানবাহন। সড়কের দুই পাশের পাড় বাঁধানো খালে টলমল করছে স্বচ্ছ পানি।

    প্রস্তুত পূর্বাচল ৩০০ ফুট এক্সপ্রেসওয়ে, চোখ ধাঁধানো উদ্বোধনের অপেক্ষা

    সড়কের মাঝখানের মিডিয়ানে লাগানো হচ্ছে দেশি-বিদেশি গাছ। দ্রুতগতিতে এগিয়ে চলছে ল্যাম্পপোস্ট বসানোর কাজ। চলতি মাসের শেষ বা আগামী ফেব্রুয়ারির শুরুতেই সড়কটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের জন্য প্রস্তুত করতে চায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

    সংশ্লিষ্টরা বলছেন, ৩০০ ফুট এক্সপ্রেসওয়েটি পুরোপুরি চালু হলে শুধু নতুন শহর পূর্বাচলের সঙ্গেই নয়, নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদী, সিলেট, চট্টগ্রাম, কিশোরগঞ্জসহ দেশের উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলের সঙ্গে রাজধানীর যোগাযোগ অনেকটাই সহজ হয়ে যাবে। পশ্চিমে প্রগতি সরণি ও বিমানবন্দর সড়কের সঙ্গে পূর্বে ঢাকা বাইপাসকে সংযুক্ত করবে এই সড়ক। কমে যাবে যাতায়াতের সময় ও দূরত্ব। এ প্রকল্পটিকে অন্যতম পর্যটন এলাকা হিসেবেও বিবেচনা করা হচ্ছে। দুই পাশে ১০০ ফুট চওড়া পাড় বাঁধানো দৃষ্টিনন্দন খালে নামানো হবে ওয়াটার বাস। পাড়েই লাল ইটের ওয়াকওয়ে। খালপাড় শোভিত থাকবে নানা রঙের দেশি-বিদেশি গাছে। কাজের অগ্রগতি প্রসঙ্গে ‘কুড়িল পূর্বাচল লিংক রোডের উভয় পাশে ১০০ ফুট খাল খনন ও উন্নয়ন প্রকল্প’র পরিচালক এম এম এহসান জামীল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে এটি অনেক বড় একটি কাজ। প্রকল্প বাস্তবায়নে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। সার্বিকভাবে প্রকল্পের অগ্রগতি ৯৮ ভাগের বেশি। করোনায় শ্রমিক সংকটে কাজ কিছুটা বিলম্বিত হয়েছে। চলতি মাসের শেষ বা ফেব্রুয়ারির শুরুতেই প্রধানমন্ত্রী যেন প্রকল্পটি উদ্বোধন করতে পারেন, সেভাবে কাজ চালিয়ে যাচ্ছি।

       

    প্রধানমন্ত্রী উদ্বোধনের সদয় সম্মতি দিয়েছেন। তবে দিনক্ষণ ঠিক হয়নি। প্রকল্পের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ঢাকায় পূর্ব-পশ্চিম বরাবর তেমন কোনো রাস্তা নেই। এই রাস্তাটি হলে ঢাকা থেকে সিলেট ও চট্টগ্রামের দিকে কম সময়ে যাতায়াত করা যাবে। নরসিংদী থেকে এসে মানুষ অফিস করতে পারবে। ডিটেইল্ড এরিয়া প্ল্যান (ড্যাপ) অনুযায়ী পূর্বাচল এক্সপ্রেসওয়ে থেকে ৮০ ফুট, ১৩০ ফুট ও ২০০ ফুট চওড়া তিনটি রাস্তা বসুন্ধরা আবাসিক এলাকার মধ্য দিয়ে মাদানি এভিনিউ হয়ে ডেমরার দিকে চলে যাবে। উল্টো দিকে রাস্তা তিনটি যাবে টঙ্গী পর্যন্ত। অর্থাৎ ৩০০ ফুট সড়কটি রাজধানীকে চতুর্দিক থেকে সংযুক্ত করবে। এ ছাড়া এক্সপ্রেসওয়ে দিয়ে মেট্রোরেল যাবে। এ জন্য মাঝ বরাবর ৪ মিটার জায়গা রেখেছি। প্রকল্পের আওতায় খননের মাধ্যমে তিনটি খালের ধারণক্ষমতা বৃদ্ধি করায় নিকুঞ্জ, জোয়ারসাহারা, বিমানবন্দর, কালাচাঁদপুর, কাওলা, খিলক্ষেতসহ আশপাশের এলাকা আর জলাবদ্ধ হবে না।

    গতকাল সরেজমিন দেখা গেছে, সড়কটির বেশির ভাগ লেন দিয়েই চলছে গাড়ি। ফুট ওভারব্রিজগুলোর কাজ শেষ পর্যায়ে। কিছু স্থানে চলছে কার্পেটিং ও মাটি সরানোর কাজ। খালপাড় ও সড়ক বিভাজনে লাগানো হচ্ছে গাছ। বসানো হচ্ছে ল্যাম্পপোস্ট। খালের অস্থায়ী বাঁধ অপসারণ চলছে। কুড়িল থেকে এক্সপ্রেসওয়ে দিয়ে বিআরটিসির বাসে ভোগান্তি ছাড়াই পূর্বাচলে বাণিজ্য মেলায় যাচ্ছেন নগরবাসী। বাসের চালক সালাউদ্দিন জানান, মেলায় যেতে মাত্র ২০-২৫ মিনিট লাগছে। কোথাও যানজটে পড়তে হচ্ছে না। এ ছাড়া সড়কটির দুই পাশেই গড়ে উঠছে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, পার্ক, কনভেনশন সেন্টার, ফুডকোর্টসহ বিভিন্ন স্থাপনা। পূর্বাচলেও উঠতে শুরু করেছে বহুতল ভবন।

    পূর্বাচলের বিভিন্ন সেক্টরে গড়ে উঠেছে রেস্টুরেন্ট, বিনোদন পার্ক, সুইমিং পুল, ক্লাবসহ নানা স্থাপনা। ময়েজউদ্দিন চত্বরেই ডজনের বেশি রেস্টুরেন্ট। সন্ধ্যা নামতেই লাল-নীল বাতিতে মনোমুগ্ধকর দৃশ্যের অবতারণা করছে। রাত-দিন রাজধানীবাসী ভিড় জমাচ্ছেন এসব এলাকায়। নগরবাসীর অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে জলসিঁড়ি সেন্ট্রাল পার্ক। আশপাশের এলাকার বাসিন্দারা বলছেন, এই সড়কের কারণে জলসিঁড়িতেই সেনাবাহিনীর তত্ত্বাবধানে তিনটি ভালো স্কুল হয়েছে। আগে এসব এলাকার মানুষ তার সন্তানদের এমন স্কুলে পড়ানোর কথা চিন্তাও করতে পারেনি। খিলক্ষেতের ডুমনি এলাকার বাসিন্দা নিজাম উদ্দিন মোল্লা বলেন, এক সময় নৌকায় করে শহরে যেতে হতো। পরে রাস্তা হলেও তা ছিল ভাঙাচোরা। বর্ষায় হাঁটু পর্যন্ত কাদা থাকত। কেউ অসুস্থ হলে হাসপাতালে নেওয়া যেত না। ৩০০ ফুট সড়কটি এই এলাকার মানুষের জন্য আশীর্বাদ। একদিকে এক্সপ্রেসওয়ে, অন্যদিকে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের কারণে ডুমনিতেও জমির দাম বহুগুণ বেড়ে গেছে। জমি বিক্রি করে অনেকেই এখন বড় বড় বিল্ডিং তুলছেন। পাতিরা এলাকায় ৩০০ ফুট সড়কের কাছাকাছি ২০১৪ সালে সাড়ে ৭ কাঠা জমি কেনেন ওবায়দুল ইসলাম হিমেল। তিনি বলেন, তখন প্রতি কাঠা জমি ৭ লাখ টাকায় কিনেছিলাম। রাস্তাটার কারণে এখন প্রতি কাঠা ৫০-৬০ লাখ টাকা দাম উঠে গেছে। প্রকল্পটির পরিচালক এহসান জামীল আরও বলেন, কুড়িল থেকে বালু নদ পর্যন্ত ৬ দশমিক ২০ কিলোমিটার ৩০০ ফুট চওড়া ১৪ লেনের রাস্তা এবং বালু থেকে কাঞ্চন পর্যন্ত ৬ দশমিক ১৬ কিলোমিটার ২৫০ ফুট চওড়া ১২ লেনের রাস্তা নির্মাণ হচ্ছে। ৯৭ ভাগ কাজ শেষ। দুটি সার্ভিস লেন ছাড়া সবগুলো লেন চালু। দুটি স্লুইস গেট ও ছয়টি আন্ডারপাস নির্মাণ, কুড়িল থেকে বালু নদ পর্যন্ত সড়কের দুই পাশে ১০০ ফুট চওড়া খাল খনন, বিনা বাধায় সড়ক পরিবর্তনের জন্য পাঁচটি অ্যাটগ্রেড ইন্টারসেকশন নির্মাণ শতভাগ সম্পন্ন। খালের পাড়ে ১০ ফুট চওড়া ওয়াকওয়ে নির্মাণ, ছয়টি ফুটওভার ব্রিজ নির্মাণ, এক্সপ্রেসওয়ে থেকে দুই পাশের এলাকাগুলোয় যাতায়াতের জন্য খালের ওপর ১৩টি আর্চ ব্রিজ নির্মাণ ৯৭ ভাগ শেষ হয়েছে।

    এ ছাড়া প্রকল্পের আওতায় ডুমনি, বোয়ালিয়া ও এডি-৮ নামের তিনটি খাল খনন করা হচ্ছে। খননকাজ প্রায় শেষ। কুড়িল এলাকার বর্জ্য মিশ্রিত পানি এডি-৮ খালে নিতে ২ দশমিক ২ মিটার ব্যাসের জিআরপি পাইপ বসানোর কাজও শেষ। এই প্রকল্পের আওতায় নিকুঞ্জ লেকটিও করেছি। বর্তমানে শেষ মুহূর্তের কিছু কার্পেটিং, বৃক্ষরোপণ, ল্যাম্পপোস্ট বসানোসহ সৌন্দর্যবর্ধনের কাজগুলো বাকি। এ মাসেই হয়ে যাবে। রাজধানী বিকেন্দ্রীকরণের অংশ হিসেবে ঢাকার উত্তর-পূর্বে ৬ হাজার ২১৩ একর জমির ওপর পূর্বাচল নতুন শহর প্রকল্প চালু করে রাজউক। প্রকল্পটিতে যাতায়াতের পাশাপাশি দেশের উত্তর-পূর্ব, দক্ষিণ-পূর্ব ও পূর্বাঞ্চলের জেলাগুলোর সঙ্গে রাজধানীর যোগাযোগ সহজ করতে রাজধানীর কুড়িল থেকে রূপগঞ্জের কাঞ্চন পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণের কাজ হাতে নেয় সরকার। পরবর্তীতে প্রকল্পে লেন বৃদ্ধি, খাল খননসহ আনুষঙ্গিক নানা বিষয় যুক্ত করা হয়। বাংলাদেশ প্রতিদিন

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    ‘জাতীয় ৩০০ অপেক্ষা উদ্বোধনের এক্সপ্রেসওয়ে, চোখ ধাঁধানো পূর্বাচল, প্রস্তুত ফুট
    Related Posts
    সঞ্চয়পত্র

    সঞ্চয়পত্রে বড় চমক, কোন ব্যাংক দিচ্ছে সবচেয়ে বেশি সুদ জেনে নিন

    October 6, 2025

    একসঙ্গে সুস্থ পাঁচ সন্তানের জন্ম দিলেন বাউফলের লামিয়া আক্তার

    October 6, 2025
    Logo

    ওএসডিতে থাকা ৬৯ উপসচিবকে পদায়ন

    October 6, 2025
    সর্বশেষ খবর
    Why One UI 8.5's Upgrades Are More Significant Than Anticipated

    Why One UI 8.5’s Upgrades Are More Significant Than Anticipated

    Minecraft Far Lands

    Minecraft Streamer Reaches End of World After 14-Year Quest

    Why Fashion Insiders Are Raving About Charlize Theron's Paris Looks

    Why Fashion Insiders Are Raving About Charlize Theron’s Paris Looks

    Halloween shopping trends

    Why Halloween Enthusiasts Are Embracing DIY Decor This Season

    Genshin Impact Miliastra Wonderland

    Genshin Impact Miliastra Wonderland: What Players Can Expect

    Why Halloween Enthusiasts Are Embracing DIY Decor This Season

    Why Halloween Decor and Jewelry Are Becoming Seasonal Favorites

    Hollywood male-dominated

    Julia Roberts on the Challenges of Male-Dominated Hollywood

    Fans Rally Behind Couple Leaving 'Married at First Sight UK'

    Fans Rally Behind Couple Leaving ‘Married at First Sight UK’

    Stephen Miller,Sarah Huckabee Sanders

    Stephen Miller Post Surfaces After Judge’s House Fire

    Why Samsung's Galaxy Z Flip 5 One UI 8 Update Is Reaching More Users

    Why Samsung’s Galaxy Z Flip 5 One UI 8 Update Is Reaching More Users

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Banglanews
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.