জুমবাংলা ডেস্ক: প্রায় দেড় মাস বন্ধের পর বুধবার আবার শুরু হয়েছে প্রাথমিক বিদ্যালয়ে সশরীরে ক্লাস। এখনো বন্ধ আছে প্রাক-প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের সশরীরে ক্লাস কার্যক্রম। তবে কোভিড পরিস্থিতি বিবেচনায় ক্ষুদে শিক্ষার্থীদের পাঠদান শুরু হতে পারে আগামী ২০ মার্চ থেকে।
মঙ্গলবার রাতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পলিসি ও অপারেশন বিভাগ) মনীষ চাকমা স্বাক্ষরিত প্রাথমিকের ক্লাস রুটিন থেকে এ তথ্য জানা যায়।
ক্লাস রুটিনে বলা হয়, প্রাক-প্রাথমিক স্তরের শ্রেণি কার্যক্রম কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় আগামী ২০ মার্চ থেকে শিক্ষক সহায়িকায় প্রদত্ত রুটিনের আলোকে পরিচালিত হবে।
ক্লাস রুটিনে বাংলা, ইংরেজি ও গণিতে শিক্ষার্থীদের শিখন ঘাটতি চিহ্নিত করে বিশেষ শ্রেণি কার্যক্রম পরিচালনার কথা বলা হয়েছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে জানা যায়, প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের ক্লাস হবে প্রতিদিন (সপ্তাহে ছয় দিন)। আর বিদ্যালয় পরিচালিত হবে দুই শিফটে। তবে কোনো সমাবেশ হবে না। একান্ত প্রয়োজন ছাড়া অভিভাবকদের বিদ্যালয়ে আসা নিরুৎসাহিত করা হবে। এছাড়াও করোনা ভাইরাস প্রতিরোধী টিকা দেয়া ছাড়া কোনো শিক্ষক বিদ্যালয়ে উপস্থিত হতে পারবেন না।
প্রসঙ্গত, এর আগেই ঢাকা মহনগরের বেশ কয়েকটি কিন্ডারগার্টেনে প্লে, নার্সারি, কেজি শ্রেণির শিক্ষার্থীদের সশরীরের বিদ্যালয়ের আসার তারিখ ঘোষণা দিয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।