জেমস ওয়েব টেলিস্কোপ মহাকাশের বিস্ময়কর ছবি প্রকাশ করে ইতিহাস সৃষ্টি করেছে। এবার টেলিস্কোপটি প্রাচীন সময়ের ছায়াপথের ছবি প্রকাশ করে আবার আলোচনায় উঠে এসেছে।
মহাকাশ অধ্যায়নের ক্ষেত্রে জেমস ওয়েব টেলিস্কোপ নতুন যুগের সূচনা করেছে। সাম্প্রতিক সময়ে টেলিস্কোপে ২টি বস্তুর চিত্র ধরা পড়ে। ধারণা করা হচ্ছে এ বস্তু ২টি প্রাচীন সময়ের গ্যালাক্সি হবে।
প্রাচীন সময়ে ছায়াপথ দেখতে কেমন ছিলো তা বোঝার জন্য এ চিত্র কাজে দিবে। বর্তমানে ছায়াপথ নিয়ে আমরা জা জানি সে জ্ঞানে কিছুটা পরিবর্তনও আসতে পারে।
Abell 2744 নামক ছায়াপথ ক্লাস্টারে এ ২টি ছায়াপথ লক্ষ্য করা যায়। এটি ৩.৫ বিলিয়ন আলোকবর্ষ দূরে অবস্থিত। কয়েক বছর আগে হাবল স্পেস টেলিস্কোপ এ অঞ্চলের ছবি তুলেছিলো।
ঐ সময়ে হাবল টেলিস্কোপের তোলা ছবিতে ছায়াপথ থেকে নির্গত আলোর স্পষ্ট ছবি বোঝা যায়নি। এজন্য জেমস ওয়েবের তোলা ছবি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
বিগ ব্যাঙ এর শত মিলয়ন বছর পরেও এসব ছায়াপথ এর অস্তিত্ত্ব পরিষ্কার। মহাবিশ্ব প্রতিনিয়ত সম্প্রসারিত হচ্ছে। দূরবর্তী অবজেক্ট থেকে নিঃসৃত আলো জেমস ওয়েব টেলিস্কোপ স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। এসব চিত্র গবেষণার কাজে ব্যবহৃত হচ্ছে।
ধারণা করা হচ্ছে যে এই দুইটি ছায়াপথ বিগ ব্যাংকের ১০০ মিলিয়ন বছরের মধ্যে সৃষ্টি হয়। ডার্ক যুগ এত দ্রুত শেষ হবে এটা কেউ কল্পনা করতে পারেনি। এর আগে হাবল টেলিস্কোপ এ ক্লাস্টারের ছবি ঝাপসা এসেছিলো।
বিজ্ঞানীরা মন্ব করেন, এ দুটি ছায়াপথ এর আকার ধারণার থেকেও বড়। অন্য ছায়াপথ থেকে এখানে নানা বৈচিত্রের তারা রয়েছে। ছায়াপথে অবস্থিত ঐসব তারার ভর ও উজ্জ্বলতা অনেক বেশি।
অবলোহিত রশ্নির সাহায্যে জেমস ওয়েব দূরের ছায়াপথ, তারার ছবি সংগ্রহ করছে। এ ধরনের আরো ছায়াপথ খুজে পেতে অনুসন্ধান চালিয়ে যাবে বিজ্ঞানীরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।